তোমার কাছে আমার চাওয়া ছিলো দুই কামরার একটা ছোট্ট বাসা
একটা ভাতের হাড়ি, দু'টো কি একটা তরকারীর
দু'টো চায়ের মগ, বা অল্প কিছু বাসন-কোসন
জানালায় নীল পর্দায় অবশ্য কোন ছাড় নেই।।
ড্রেসিং টেবিল না হলেও চলত,
তোমার চোখেই না হয় ঠিক করে নিতাম কপালের টিপটা
চাইনিজ খাওয়ার বিলাসিতা না হয় ছেড়েই দিতাম
ঝাল, ঝাল চানাচুর দিয়ে মুড়ি মাখাতেই তো আমি বেজায় খুশি ছিলাম
অথবা নীলক্ষেতের 'ফুলুরি', কাঁচা কলার চপ দিয়ে গরম ভাত।।
ঈদে আমার নতুন কাপড় কখনই তেমন চাইনা
শুধু চাওয়া একটা ১০ টাকার নতুন নোটের বান্ডেল
৯টা - ৫ টা চাকরিতেই আমি চালিয়ে নিতাম
দরকার ছিলনা হাইলি পেইড কর্পোরেট হওয়ার
অফিস শেষে রিকশা করে বাড়ি ফেরা, না হয় বাস-ই মন্দ কি?
চাওয়া গুলো এত্ত বেশি সাধারন বলেই কি, কিছুই হলো না পাওয়া ?