তবে আজকের জন্মদিনটা অন্যরকম। সামহয়ার ইন কে যারা ২০০৬ এর কিছু আগে থেকে চেনেন তাদের কাছে প্রাপ্তি নামটা অনেক পরিচিত। কারণ সেই সময় প্রাপ্তি একটা অসাধারন কাজ করেছিলো। ব্লগের অনেকগুলো অচেনা মুখ কে একসাথে করেছিলো। তারা সবাই এক সাথে হয়েছিলেন মানবতার টানে। প্রমাণ করেছিলো মানবতার শক্তি।
ছোট্ট মেয়ে প্রাপ্তি। তখন তার বয়স ৪ বছর। মেয়েটি ২ বছর বয়স থেকে লিউকেমিয়ায় আক্রান্ত। ব্লগার অমি রহমান পিয়াল আহবান করেছিল সবাইকে প্রাপ্তির পরিবারের পাশে দাঁড়াতে। এরপর একে, একে ব্লগার সাদিক, জানা-আরিল, শাহানা , আস্তমেয়ে, কালপুরুষ, কৌশিক, ধানসিঁড়ি , শরৎ, আবু-সালেহ, ধূসর গোধূলী, মানবী, অরূপ-মাশিদ, সামি মিয়াদাদ, কনফুসিয়াস, প্রত্যু , আরাফাত, রাত মজুর, ক্যামেরাম্যান, রাগ-ইমন, গোপাল ভার, ফ্রুলিংস, হাসান , কাশফুল , শাওন, ঝড়ো হাওয়া, সুনীল সমুদ্র , সুশান্ত, নেমেসিস, মনজুর হক, মাহবুব মোর্শেদ , বিহংগ, মোস্তফা মনির সৌরভ আরো অনেক অনেক নাম সবাই ছুটে এসেছিল।
তাদের এই চেষ্টা বৃথা যায়নি। প্রাপ্তি এখন সম্পূর্ণ সুস্থ। ডাক্তার বলেছেন ওর এখন আর কোন প্রটোকল ট্রিটমেন্ট দরকার নেই। তিন মাস পর পর কেবল একটা ফলোআপ করতে হবে।
আজকের জন্মদিনটা তাই আনন্দের । শুধুই আনন্দের !
এই আনন্দের অংশীদার সামহোয়ার ইন ব্লগের সবাই।