ব্লগে ইদানিং দেখা যাচ্ছে কিছু কিছু ব্লগার অসৎ উদ্দেশ্যে একাধিক নিক দিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে এবং রেটিং দিচ্ছে। গতকাল একটি ব্লগে দেখলাম কোন কমেন্টস ছারাই ১৪টা প্লাস। তাতেই বোঝা যায় যে এটি বিভিন্ন নিকের কারসাজি। তাই ব্লগ কর্তৃপক্ষ এ ব্যপারে কিছু ব্যবস্থা নিতে পারে।
১। যারা ব্লগিং করে আমার মনে হয় তাদের সবারই নিজস্ব কম্পিউটার আছে। সাইবার ক্যাফেতে বসে ব্লগিং করা লোকের সংখ্যা খুবই কম । তাই কেউ যখন একটা নিক থেকে লগিন করে তখন তার কম্পিউটারে কুকিস ফিট করে দেয়া যায়। যার ফলে সে যতদিনে লগ আউট না করবে ততদিন সে ঐ কম্পিউটারে লগিন অবস্থায় থাকবে।
২। একই আইপি দিয়ে কোন নিক একবার লগ আউট করে নতুন নিক দিয়ে আবার লগিন করতে হলে তাকে ৫ মিনিট অপেক্ষা করতে হবে। এ ক্ষেত্রে ক্যাপচাও ব্যবহার করা যায়। ফলে বিভিন্ন নিক থেকে লগিন করা তার জন্য বিরক্তিকর হয়ে উঠিবে এবং একাধিক নিকের ব্যবহারও কিছুটা কমবে। কেউ যদি ৫ টা নিক দিয়ে রেটিং বা কমেন্টস করতে চায় তবে প্রায় ৩০ মিনিট সময় লাগবে।
৩। প্লাস/মাইনাসের ক্ষেত্রেও একটা অনুপাত ঠিক করে দেয়া যেতে পারে। যেহেতু সামু কমেন্টসের হিসাব রাখে তাই অনুপাতটা ১:৪ হতে পারে। অর্থাৎ ১ টা কমেন্টস করলে ৪ বার রেটিং দিতে পারবে। এর ফলে ভুয়া রেটিং এর হার অনেক হারে কমে যাবে ।
আইপির ক্ষেত্রে অনেকে বলতে পারে বাংলাদেশে অনেকে একই আইপি ব্যবহার করে। কিন্তু আমি যতদূর জানি একই আইপি হলেও সার্ভিস প্রোভাইডাররা যখন কানেকশন দেয় তখন তারা বিভিন্ন ব্যবহারকারীকে ভিন্ন ভিন্ন আইপি দিয়ে দেয়। এরকম হলে যারা এক আইপি দিয়ে লগিন করেছে তাদের আইপি পরিবর্তন করতে হলে ইন্টারনেট ডিসকানেক্ট দিয়ে আবার কানেক্ট দিতে হবে।
আর একটা ব্যাপার হচ্ছে কমেন্টস করলে পুরা পেজ লোড হয়। যা খুবই বিরক্তিকর। এটা ঠিক করা উচিত।
টেকনোলজির ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। তাই আমি যা বলেছি তা ভুলও হতে পারে। যারা এ ব্যাপারে জানেন তারা অবশ্যই সংশোধন করে দিবেন।