" অপ্রকাশিত চুমু জলজ অনুভূতির মত ;
যেন উল্লসিত খোলা চুলকে চিন্তা করে -
মাটিতে ইনকাম ট্যাক্সের দাবি হয়ে মিশে গেছে ।
প্রতিটি শতাব্দী জুড়ে ,
উড়ে বেরিয়েছ পৃথিবীর কল্পনায় ,
ধরা দিয়েছ রাজপথে হেঁটে আসা
আমার মত কারো চুপচাপ দীর্ঘশ্বাসে ।
এরপর মমতার বিরাম চিহ্ন বসিয়েছ ।
তোমার একেকটি আঙুল একেকটি শতাব্দী ,
গভীর প্রতীজ্ঞার কসম -
আমার বুকে থেমে আছে জমজমাট
আলোকবর্ষ ।
আমার দিকে তাকাও -
আমি খসে যাওয়া ইলেকট্রনের আকুতি ,
গৃহস্থালী দুর্দশায় আক্রান্ত গবাদি পশুর অবাধ্যতা ,
পরাবৈদ্যুতিক বিভ্রমে খুঁজে বেড়াচ্ছি বিশ্রাম ,
পর্ন ম্যাগাজিনের জোড়া লেগে যাওয়া দুটি পৃষ্টার
মধ্যবর্তী
আটকে পড়া প্রাচীন বীর্যের -
জাগতিক নিষ্ফলতার অত্যুক্তি ছাপিয়ে
কেঁপে উঠছি
আমি কেঁপে কেঁপে উঠছি. "