তরকারিতে হলুদ মরিচ একটু বেশি হলেও
চলে যায়, বেশ চলে যায়!
কিমবা কফিতে সুুগার না দিলেও
তা আমি খেয়ে নি ঢক ঢক করে
তিস্তাতে জল না থাকলেও তবুও সেটা তিস্তাই
চায়ে টেষ্টিং সল্ট মিশিয়ে দিলেও,নতুন আইটেম মনে করে খেয়ে নি।
হলুুদ লাল সবুজ নীল যাই পরিধান করুক নারী
আমাদের তবু মুগ্ধ হতে ভুল হয়না ভাললাগার নিয়মে!
ফুল না ফুটলেও ফাল্গুন, ফাল্গুনই থেকে যায়
শীত কম পড়ুক আর বেশি,তবু মনে হয় কেউ পাশে থাকা জরুরী
কম কম ঘুমানো চোখে রাত্রীর ক্লান্তি ঠিক মুছে যায় পড়ন্ত বিকেলে
যদিও ঝাপসা দেখি চোখে চলে যায় দিব্যি চলে যায় !
কিন্তু,আমার তুমি একটু কম হয়ে গেলে
যতই সামান্য হোক, চলেনা একদম চলেনা
তুমি আমার গরম ভাতে ডিম ভাজা,লাল আলুর ভর্তা সাথে দু চামচ,
বার্মিজ মরিচের আচার,এক লোকমা ভাতে মিশে আছো শ্রম ও ঘামে।
যা পেলে কেএফসি,পিজা হাটও চাইনা
এ বুকে আগুন জ্বলে,ধুপ পুড়ে ছাই হয় বুক
বিষন্নতায় মন মরে যায়,একটু আধটু অল্প তুমি হলে চলে না।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৯