ছোটবেলায় বন্ধু বা স্বজনদের ধাঁধা জিজ্ঞেস করার একটি চল ছিল। কেউ যদি উত্তর দিয়ে দিতে পারত তবে ভীষনই খারাপ লাগত। আর আটকে দিতে পারলে সেই ভাব! এত সহজটাও পারো না? হাহাহা! আজকের যুগেও ধাঁধার আবেদন ফুরিয়ে যায়নি। নেটে নানা সময়ে নানা ধাঁধা জনপ্রিয় হয়ে উঠছে। একেক রকম উত্তর মানুষে মানুষে ভার্চুয়াল ওয়ার বা অন্তর্জালীয় যুদ্ধ পর্যন্ত সৃষ্টি করছে! চলুন দেখে আসি তেমনই কিছু বিখ্যাত ধাঁধা যা নেট দুনিয়াকে মাতিয়ে রেখেছে!
১) একটি মাছের ট্যাংকে ১০ টি মাছ আছে। এর মধ্যে
২ টি ডুবে মারা গেল,
৩ টি অসুখে মারা গেল,
৪ টি সাঁতরে অন্যখানে চলে গেল।
শেষপর্যন্ত কটি মাছ থাকল?
এই ধাঁধাটির উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারছে নানাভাবে, তবে ভুলগুলো! হাহা। আপনি কি ঠিকটি পারবেন?
২) টেরেসা ধাঁধা নামে পরিচিত এই বিখ্যাত ধাঁধাটি। এটি ইন্টারনেটে ভীষনভাবে ভাইরাল হয়েছিল। একেক মানুষ একেকরকম উত্তর দিয়েছেন কিন্তু ঠিক উত্তর কেবল একটিই! ধাঁধাটি হচ্ছে:
টেরেসার মেয়ে যদি আমার মেয়ের মা হয়, আমি টেরেসার কে?
৩) আমাকে যা বলা হয় আমি তা ঠিকমতো করি। সবার অর্ডার মানি। কিন্তু অর্ডার মানার জন্যেই আমাকে বকা হয়, আমার ওপরে সবাই বিরক্ত হয়! তবুও আমি আমার কাজ ঠিকমতো করি। আমি কে?
৪) আমার বয়স যখন ২ ছিল, আমার ভাইয়ের বয়স আমার বয়সের অর্ধেক ছিল। এখন আমার বয়স ৬০, আমার ভাইয়ের বয়স কত?
৫) পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ মানা হয় অস্ট্রেলিয়াকে, এটিকে ক্যাপ্টেন কুক ১৭৭০ সালে আবিষ্কার করেন। অস্ট্রেলিয়া আবিষ্কারের পূর্বে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি ছিল?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ওপরের ৫ টি ধাঁধার কয়েকটির উত্তর নিচে দেওয়া হলো।
দাড়ান দাড়ান, উত্তর দেখার আগে আরেকবার ভেবে নিন। ধাঁধাগুলো নিয়ে ঠিকমতো ভেবেছেন তো? না ভাবলে ওপরে স্ক্রল করে যান, আর আবারো ভাবুন। ব্রেইনকে যতটা খাটানো যায় সেটা পড়াশোনাই হোক বা কোন ব্রেইন গেইম বা এমন সব ধাঁধার মাধ্যমে তা ততই শার্প হয়! ধন্যবাদ। একটু মাথা খাটালেই কিন্তু ঠিক উত্তরটা পেয়েই যাবেন।
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
১) আসলে ১০ টি মাছই ট্যাংকে আছে। প্রথমত মাছ কখনো ডুবে মরতে পারেনা। দ্বিতীয়ত যারা মারা গেল তারা তো ট্যাংকে আছেই, লাশ হয়ে হলেও। আর সাঁতরে অন্যখানে গিয়েছে মাছ তবে তারা ট্যাংকের মধ্যেই অন্যদিকে গিয়েছে। মাছের পক্ষে তো লাফিয়ে বা উড়ে এর বাইরে বের হওয়া তো সম্ভব না!
৩) এলার্ম ক্লক! প্রতি রাতে আমরা একে বলি সকালে ডেকে দাও। আর লক্ষ্মী এলার্ম ক্লক সকালে ঠিকমতো বেজে উঠে নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করে। কিন্তু এর কর্কশ শব্দে যখন আমাদের ঘুম ভাঙ্গে আমরা খুবই বিরক্ত হই! বেচারা এলার্ম ক্লক!
৫) উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া! আবিষ্কার হোক না হোক, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ তো সেটাই ছিল! ব্যাস আমরা তখন জানতাম না এখন জানি। কোনকিছু না জানার মানে এটা তো না যে সেটা ছিলই না! হেহে!
সূত্র: অবশ্যই অন্তর্জাল!
ধাঁধার উত্তর ও বিজেতার নাম ১৫ ও ১৬ নাম্বার কমেন্টে দেওয়া হয়েছে। কৌতুহলী পাঠক চেক করে নেবেন।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৮ সকাল ১০:৫৮