আমার বেশিরভাগ পোস্টেই অনেক লেখা থাকে। আমার বেচারা সহব্লগারদের পড়তে পড়তে মাথা ধরে যায়। আজকে তাই সবার ওপরে দয়া করে একটি ফটো ব্লগ দিয়েই দিলাম। আজকে থাকছে কম কথা বেশি ছবি!
ওহ! ফটোব্লগ কি নিয়ে সেটা বলি। আজকে মানব সভ্যতার এত উন্নতির পেছনে বিজ্ঞানের নানা আবিষ্কারের অবদান অনস্বীকার্য! তবে সব উদ্ভাবিত বস্তু যে উপকারী বা বিখ্যাত হয়েছে তা তো নয়! আজকে অন্যধরনের কিছু নিয়ে এলাম সবার জন্যে।
১) সেলাইয়ের মেশিন এবং পুরো পরিবারের বাইক!
১৯৩৯ সালে এই যন্ত্রটি চার্লস স্টিনলউফ উদ্ভাবন করেন। তাকেই ছবিতে পরিবার সহ দেখা যাচ্ছে। এটি পুরো পরিবারের জন্যে বাইক হিসেবে কাজ করে। আর একজন সদস্য সেলাইয়ের মেশিন চালাতে পারবেন একইসাথে! দুটো কাজ একসাথে করা খুব জরুরি না এটা উদ্ভাবককে কে বোঝাবে?
২) হেয়ার ড্রাইয়ার!
১৯২০ সালে চুল শুকানোর জন্যে এমনই হেয়ার ড্রাইয়ার ব্যবহৃত হতো! নিশ্চই আমাদের বর্তমানের ছোট হেয়ার ড্রাইয়ারগুলোর চেয়ে অনেক ফাস্ট কাজ করত! সাইজ দেখে তো বর্তমানের ড্রাইয়ারগুলোর বস মনে হচ্ছে!
৩) মোঁচ ঢাল!
১৮৭৬ সালে ভার্জিল এ গেটস এই যন্ত্রটি প্যাটেন্ট করেন। এটি পুরুষের মোঁচ ঢাকার জন্যে তৈরি হয়েছিল যাতে খাবার ও পানীয় পান করার সময় কোন সমস্যা না হয়!!!
৪) রেডিও হ্যাট!
রেডিও সংযুক্তকারী একটি টুপি! একজন আমেরিকান ১৯২১ সালে যন্ত্রটি উদ্ভাবন করেন।
৫) বেড পিয়ানো!
গ্রেইট ব্রিটেনে ১৯৩৫ সালে উদ্ভাবিত হয়। বিছানায় শুয়ে পিয়ানো বাজানোর সুবিধা তৈরিতে! এটি বিশেষভাবে সেসব মানুষদের জন্যে তৈরি করা হয়েছিল যারা কোন কারণে বেডরেস্টে আছেন!
৬) ফ্যাক্সড সংবাদপত্রিকা!
১৯৩৮ সালে নিউওর্কের WOR রেডিও স্টেশন থেকে সর্বপ্রথম এভাবে পত্রিকা পাঠানো হয়। ছবিতে বাচ্চারা মিসৌরি পত্রিকার শিশু পাতা পড়ছে।
৭) বরফ থেকে রক্ষাকারী!
কানাডায় ১৯৩৯ সালে উদ্ভাবিত হয় যন্ত্রটি। এই প্লাস্টিক কোন আকৃতির যন্ত্রটির উদ্দেশ্য ছিল ব্যবহারকারীর চেহারাকে তুষার ঝড় হতে বাঁচানো!
৮) ডিম্পল মেকার!
১৯৩৬ সালে নিউইর্কের ইসাবেলা গিলবার্ট এই যন্ত্রটি উদ্ভাবন করেন। আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন থেকে বলা হয় এই যন্ত্রটি ডিম্পল তৈরি তো করতে পারবেই না বরং যন্ত্রটি লম্বা ব্যবহারে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে!
৯) শাওয়ার হুড!
১৯৭০ সালে জার্মানিতে তৈরি হয় গোসলের সময়ে নারীদের চুলের স্টাইল এবং মেকআপ কে প্রটেক্ট করার জন্যে। কিন্তু কোন নারী কেন আগে হেয়ারস্টাইল করে, মেকআপ নিয়ে তারপরে শাওয়ার করবে? এটা ভাবা হলে আজকে ইতিহাসের অন্যতম হাস্যকর আবিষ্কার হতো না যন্ত্রটি!
১০) রিভরলবার ক্যামেরা!
১৯৩৮ সালে আবিষ্কৃত হয়। ট্রিগার টিপলেই সংযুক্ত ক্যামেরা থেকে ছবি উঠে যেত। ছবিতে দেখা যাচ্ছে ছয়টি ছবি যা এই যন্ত্রটি দিয়ে তোলা হয়েছিল।
১১) দলবেঁধে শেভিং!
১৯ শতকের এই যন্ত্রটি একসাথে ১২ জন পুরুষকে শেইভ করতে পারত! তবে নানা ফেইস শেইপ এ সুবিধাজনক ভাবে কাজ করতে না পারায় যন্ত্রটি মার্কেটে ব্যর্থ হয়!
১২) একজনের নৌকা!
এই নৌকাটি একজন মানুষের মৎস শিকারের সুবিধার্থে তৈরি করা হয় ১৯১৫ সালে নেদারল্যান্ডে। এটি রাবারের তৈরি, এবং বুট জুতা সংযুক্ত ছিল।
১৩) বরফে বাচ্চা বহনকারী যন্ত্র!
১৯৩৭ সালে হকি প্লেয়ার জ্যাক মিলফোর্ড এই যন্ত্রটি উদ্ভাবন করেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি এবং তার স্ত্রী বরফে তাদের বাচ্চাকে বহন করছেন!!!
১৪) রেডিও স্ট্রলার!
বাচ্চাদের এই স্ট্রলারটিতে রেডিও রয়েছে এনটেনা এবং লাউডস্পিকার সহ! এটি বাচ্চাকে শান্ত রাখতে তৈরি করা হয়েছিল ১৯২১ সালে আমেরিকায়!
১৫) বৃষ্টির দিনে সিগারেট ধারনকারী!
আপনি স্মোক করতে চান কিন্তু বাইরে বৃষ্টি! কি করবেন? রবার্ট স্টার্ন ১৯৫০ সালে এটি উদ্ভাবন করেন। বৃষ্টির দিনে সিগারেট কে এমনভাবে বহন করবে যাতে তা না ভেজে। কিন্তু, কারো যদি বৃৃষ্টিতে বাইরে গিয়ে সিগারেট খেতেই হয় কেন ছাতা মাথার ওপরে ধরে বের হয়ে যাবে না? উদ্ভাবকের ভাবা উচিৎ ছিল হয়ত!
সতর্কীকরণ: সিগারেট স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর। বৃষ্টির দিনে হোক বা রোদে। ঘরে হোক বা ঘরের বাইরে। সেই যুগে হোক বা এই যুগে!
পোস্ট শেষ!
সূত্র: অন্তর্জাল!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৭ সকাল ১১:৪০