দিন দিন মান কমতে কমতে আজ যেন সামু একদম ধংসের শেষ কাগারে। কোথায় সে সামু যাতে হাজারটা ভাল লেখক/পাঠকের সমাবেশ ঘটত? বিশ্বের এক নাম্বার বাংলা ব্লগের এ কি অবস্থা! পাঠক কমার সাথে সাথে লেখকের আগ্রহও কমে যাচ্ছে। সামুর মান কমে যাওয়ার সমস্যাগুলো চিহ্নিত করে আমি কিছু সমাধান দেব। অন্যান্য ব্লগারদের মতামত এবং মডুর দৃষ্টি চাচ্ছি।
১) পাসওয়ার্ড সমস্যা: এটা সবচেয়ে লেটেস্ট ঝড় ছিল। কত ব্লগার যে অন্য নিক খুলে অসহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে! অনেকদিন ধরে ব্লগিং করা ব্লগাররা নিক হারিয়ে প্রথম পেজে পোষ্ট পর্যন্ত করতে পারছে না। পিক আওয়ারে ব্লগার অর্ধেকতো হয়ে গেছেই কিন্তু যা আছে আসল অবস্থা তার চেয়েও খারাপ। অনেকের মাল্টিনিক গুলো অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াচ্ছে। আমি নিজেও দুই সপ্তাহ ব্লগে ঢুকতে পারিনি এ কারনে। সামু কর্তৃপক্ষের আন্তরিকতায় ফিরে পেয়েছি ব্লগ। কিন্তু এখনও অনেকে ফিরে পাননি আর অনেকে হতাশ হয়ে চলেই গিয়েছেন।
২) বুদ্ধিদীপ্ত পাঠকের অভাব: এটা বিরাট সমস্যার ব্যাপার। পাঠক এপ্রিশিয়েট না করলে লেখক আগ্রহ পাবেনা। কোন ব্লগার যত্ন নিয়ে কোন কবিতা, উপন্যাস, মতবাদ ব্লগে প্রকাশ করে আশা করেন যে পাঠক সেটা পড়ে নিজেদের ফিডব্যাক দেবেন। লাইক দিক, কমেন্ট করুক, খারাপ লাগলে বিনয়ী সমালোচনা করুক। কিন্তু আজকাল ব্লগে ভালো লেখায়গুলোর চেয়ে বেশি কমেন্ট পাচ্ছে কিছু ক্যাচাইল্লা পোস্ট। যেমন কোন ব্লগার মাল্টিনিক খুলেছে, কমেন্ট ফ্লাডিং করছে এইসব। এতসব ঝগড়া মারামারির কোন মানে আছে?
৩) গুনী, সেলিব্রেটি ব্লগারদের প্রস্থান: কত নামকরা, গুনী ব্লগার যে হাত ছেড়ে দিয়েছেন তার ইয়াত্তা নেই। আমি কারও নাম নেবনা স্পেসিফিক্যালি। কিন্তু অনেককেই মিস করি। এমন অনেক প্রিয় ব্লগার ছিলেন ব্লগে ঢুকেই যাদের ব্লগার অনুসন্ধান বক্সে খুজতাম। তারা নতুন লেখা দিয়েছেন কিনা সেটা বারবার চেক করতাম। নতুন লেখা দিলে কি আনন্দ নিয়ে যে পড়তাম! তাদের অনেকেই বারবার হতাশ করেছেন। বারবার খালি হাতে ফিরে এসেছি। তারপরে একদিন উদাস মনে মেনে নিয়েছি তাদের প্রস্থান। ভেবেছিলাম পুরোনদের জায়গা নতুনরা নেবে। কিন্তু তা আর হলো কৈ? পুরোনরা পথনির্দেশনা না দিয়ে হুট করে চলে গেলে নতুনরা কি শিখবে?
৪) নতুনদের অসচতেনতা: অনেকে আজকাল ব্লগ একাউন্ট খুলছে শুধুমাত্র অন্যের পোষ্টে কমেন্ট ফ্লাডিং করার জন্যে। তারা এটাকে টাইম পাস মনে করে। বাস্তব জীবনে তো কাউকে এত খারাপ ভাষায় কিছু বলা যায়না তাই ব্লগে ছদ্মবেশে অনেক গুনী ব্লগারকে পর্যন্ত অকথ্য ভাষায় গালি দিয়ে বেড়াচ্ছে! কি কুৎসিত একটা ব্যাপার। ভদ্র ব্লগাররা অনেকে পোস্ট ড্রাফট করে ফেলছেন বা কমেন্টমুক্ত করছেন পোস্টটাকে। সামুকে প্রানপনে ভালবাসা ব্লগারদের পরাজয় দেখছি আমি ভগ্ন হৃদয়ে।
৫) টেকনিকাল সমস্যা: নোটিফিকেশন প্রবলেন নিয়ে আর কি বলব? আপডেট হয়না সহজে আর কিসব আজগুবি নাম্বার থাকে? যেমন এখন আমার নোটিফিকেন দেখাচ্ছে ৪৫ কিন্তু হবে ৪! আর এটা নিয়ে এত কথা হয়েছে কিন্তু সামুর টেকনিকাল টিমের টনক কবে নড়বে?
সমাধান:
১) পাঠকদের কর্তব্য: সামু ব্লগের পাঠক নেই সেটা বিশ্বাস করতে পারবনা। বাংলাদেশের টপ ভিসিটেড সাইটের একটা। কিন্তু হয়ত কমেন্টের কৃপনতা আছে। পাঠকদেরকে বেছে বেছে ভাল লেখা পড়ে ভাল কমেন্ট করতে হবে। তাতে একটা সুস্থ প্রতিযোগীতা হবে। কমেন্ট করার সময় ভাল লেখাগুলো বেছে নিন এবং খারাপ লেখাও বিনয়ী সমালচনা করুন। এটা নতুন পুরোন যে কেউ করতে পারেন। অতি সহজ কাজ কিন্তু আপনার একটা সুন্দর কমেন্ট হয়তো কারও লেখার আগ্রহ বাড়িয়ে দেবে। আমি একটা সিরিজ প্রথম পর্ব লিখেছিলাম আর জানতে চেয়েছিলাম আর লিখব কিনা? কিছু ব্লগারের অনুপ্রেরনায় সিরিজটা এখন ১০ পর্ব শেষ করে ফেলেছে। কেউ না পড়লে কি আমি লিখতাম? অনেকেই আমার মতো এতো লাকি না, তারা ভাল লেখায় অনুপ্রেরনা না পেয়ে আর লিখছেন না। সবসময় তা হচ্ছে না অবশ্যই। কিন্তু যদি একবারও হয় তবে সেটা রুখতে হবে। একটা ভাল লেখাও যেন নিজের প্রাপ্য সম্মান থেকে বন্চিত না হয়। মোরা একটি ফুলকে বাচাব বলে যুদ্ধ করব।
২) পুরোন ব্লগার: পুরোন নামকরা, গুনী ব্লগার বন্ধুরা আপনাদের পায়ে পরি ফিরে আসুন। আপনারা ছাড়া ব্লগটা মরে যাবে। আপনারা এসে নিজেদের মতো ভাল কিছু ব্লগার তৈরি করুন, নতুনদের পথনির্দেশনা দিন। আই বেগ ইউ। আপনারা বলেন ব্লগের মান কমে গিয়েছেন বলে হাত ছেড়েছেন। আমি বলছি আপনারা চলে গিয়েছেন বলেই ব্লগের মান কমে গিয়েছে। ফিরে আসুন প্লিজ। জানি অভিমানে অনিয়মিত হলেও প্রানের এই ব্লগটাতে আপনারা নিয়মিত ঢু ঠিকই মারেন। আশা করি আমার অনুরোধ চোখে পরেছে।
৩) টেকনোলিজি: মডুর কেউ যদি পড়েন এটা আবারো বলছি নোটিফিকেশন প্রবলেম ঠিক করুন। প্রচন্ড লজ্জার ব্যাপার যে বিশ্বের এক নাম্বার বাংলা ব্লগের টেক গুরুরা এই ছোট সমস্যাটা সলভ করতে পারছেন না। একটু এদিকে নজর দিন নাহলে সামুর নজর নিচু হয়ে যাবে!
একটা খুব পসিটিভ ব্যাপার নিয়ে শেষ করছি। অনেক ফালতু ব্লগারকেই দেখলাম ব্যান করা হয়েছে এবং তাদের কমেন্টও দ্রুতগতিতে ব্যান করা হয়েছে। মডারেশনের এই তৎপরতার জন্যে ধন্যবাদ। আর ইমেইল ডিএক্টিভেট বা ভুলে যাওয়ার পরেও নিক ফিরিয়ে দেওয়া হচ্ছে তার জন্য ধন্যবাদ। যারা নিক পাননি ফিরে এখনো প্লিজ ইমেইল করে অপেক্ষা করুন। জলদি সমাধান হবে। আশাহত হয়ে ব্লগ ছাড়বেন না দয়া করে।
খুব বিক্ষিপ্ত মন নিয়ে লিখেছি। তাই কোন পয়েন্ট মিস করলে ধরিয়ে দেবেন। আমাদের ব্লগ আমাদেরই মেরামত করতে হবে। সেদিন ফিরিয়ে আনতে হবে যখন দিন কি রাত ব্লগটা গমগম করত ভালো পাঠক/লেখকে। মনে হত যেন কোন লম্বা উৎসব চলছে। বাংলাভাষাভাষীদের উৎসব। যেখানে ইংলিশে কোন লেখা পোষ্ট হলে তেমন কেউ পড়েনা। বিদেশে থেকে দেশের একটা আবহ পেতাম ব্লগে। কত উন্নত চিন্তাধারার মানুষ! কি তাদের লেখনি! উপন্যাস, কবিতা, রাজনীতি, খেলা, সিনেমা যেকোন কিছু। একটা সাধারন কিছুও কি ভীষন মুগ্ধ হয়ে পড়তাম! গায়ে কাটা দিত ভাবলে যে সাধারন মানুষের কলমে এত প্রতিভা,শক্তি! ব্লগ না থাকলে জানতে পারতাম কৈ? আহারে পুরোন সে দিনের কথা সেকি ভোলা যায়! আচ্ছা এমন কি শুধু আমিই অনুভব করছি? আপনারা করছেন না?
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩