নাম: মাহমুদুল্লাহ রিয়াদ
পরিচয়: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাইলেন্ট কিলার।
ক্রাশের (মায়ার) কারণ: একবার দেশের মাটিতে ইংল্যান্ড এর সাথে খেলা হচ্ছে বিশ্বকাপের। ৭ উইকেট পরে গেছে, লোকজন নিরাশায় স্টেডিয়াম ছাড়ছে। জেতার সম্ভাবনা আছে। তবে বাংলাদেশের ৭ নম্বর ব্যাটসম্যানের ওপরে আর কতোই বা ভরসা করা যায়!! আমি উত্তেজনায় কাপতে কাপতে টিভিতে খেলা দেখছি। জিতে গেলাম আমরা আর বাংলাদেশের ৭ নম্বর ব্যাটসম্যানও যে পারে সেটা প্রমান করলেন মাহমুদুল্লাহ। এবং সেই থেকে প্রমাণ করেই যাচ্ছেন। বিশ্বকাপে ব্যাটিং অর্ডারে এগিয়ে এসে ব্যাক টু ব্যাক সেন্চুরি, ভাবা যায়!! কদিন আগের এশিয়া কাপের ফাইনালও তারই কল্যাণ। কিন্তু তিনি তারকা নন, তার অটোগ্রাফের জন্যে কাড়াকাড়ি পরে না, এড এজেন্সিগুলো তার পেছনে ঘুরে বেড়ায় না। তিনি যে পার্শ্বনায়ক!! ওনাকে ক্রিটিসাইজ করা যায়, কমপ্লিমেন্ট দেওয়া যায় না। ওনার মায়াকাড়া, ভদ্রস্থ, ছিমছাম চেহারা দেখলে মায়া লাগে। তাই ক্রাশের পাশে ব্র্যাকেটে মায়া লিখেছি। না এখন ওনার তারকা হওয়ার আশা ছেড়ে দিয়েছি, থাকুন উনি শ্রমিক শ্রেনীর ক্রিকেটার হয়ে আমজনতার মানুষ হয়ে। বাংলাদেশ দলকে আরো অনেক উপরে নিয়ে যান।
নাম: সালমান শাহ।
পরিচয়: মডেল, অভিনেতা।
ক্রাশের কারণ: হিরো একদম হিরো। আদর্শ হিরো বলতে যা বোঝায় তাই। কি তার অভিনয়, কি তার চলাফেরা। আজকালকার হিরোরা ওনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। কেয়ামত থেকে কেয়ামত, বিদ্রোহ এই দুইটা ছবি দেখে আমি কাইত। বাংলা ছবিতে যে রিয়ালিস্টিক এক্টিং ও করা যায় তার প্রমাণ উনি। কোন চিল্লাচিল্লি, অতি অভিনয় না, নরমাল ডায়লগ ডেলিভারি ব্যাস দর্শক ফিদা। প্রচন্ড সুদর্শন তা তো আর আলাদা করে বলতে হবে না। তবে বিষাদ ভরা চোখটা সবচেয়ে টানে আমাকে। ওনার মৃত্যু বাংলাদেশের ছবিকে অন্তত ৫০ বছর পিছে নিয়ে গেছে। যেখানেই থাকুন ভাল থাকুন।
ওনার ছবির গান: Salman Song
নাম: শিপন মিত্র
পরিচয়: মডেল, অভিনেতা।
ক্রাশের কারণ: শুধু চেহারা দেখে। টল, ডার্ক, বড় বড় চোখ, হ্যান্ডসাম। ছেলেদের যে ফিচারগুলো আমার সবচেয়ে ভাললাগে সবই তার আছে। তেমন কোন গুণ এখনো দেখাতে পারেননি। আশা করি কঠোর পরিশ্রম করে কোন এক ভালো জায়গায় পৌছুবেন।
নাম: আদিল হোসেইন নোবেল।
পরিচয়: অভিনেতা, মডেল।
ক্রাশের কারণ: ওনার পুরোনো দিনের এডগুলো যা ভালো লাগে! মডেলিংটাই বেশি ভালো লাগে। যতোনা সুদর্শন তার চেয়ে বেশি স্টাইলিং সেন্সটা ভালো লাগে। উনি আসলে সুদর্শন থাকতে জানেন। আমাদের দেশের প্রথম রিয়াল মেইল সুপার মডেল উনি। মডেলিংও যে প্রফেশন হতে পারে তা অনেকের কাছে তুলে ধরেছেন। ওনার জন্যে শুভকামনা।
ওনার একটা এড: Nobel's Ad
নাম: জিয়াউল ফারুক অপূর্ব।
পরিচয়: অভিনেতা, মডেল।
ক্রাশের কারণ: প্রথমদিকে একদমই ভালো লাগত না। মোটা ভুরু, ন্যাকামিপূর্ণ অভিনয়। কিন্তু বেশ কদিন আগে ওর কয়েকটা অভিনয় দেখে আমি তব্দা। অভিনয় যে শুধু ভেতর থেকেই আসে না, শেখাও যায় তার জ্বলজ্যান্ত প্রমাণ। আর মাইন্ডব্লোয়িং মেকওভার হয়েছে ওর। একটা ব্যক্তিত্য এসে গেছে। একদিন এক নাটকে নায়িকা ওকে জিগ্যেস করে মেয়েরা কি চায়, গয়না, টাকাপয়সা? ওর ডায়ালগ ছিল, মেয়েরা সম্মান চায়। নানী, মা, বোন যে যার জায়গা থেকে শুধু নিজের প্রাপ্য সম্মানটুকু চায়। এর বেশি কিছু না। নায়িকা ইমপ্রেসড। আমিও ইমপ্রেসড। ওর ডায়ালগ ডেলিভারিটা এত সুন্দর ছিল কি আর বলব। হোক না উনি মিডিয়া পাড়ার প্লেবয় তাও খারাপ লাগে না ওনাকে। After all girls like bad boys!!
বি:দ: এটা শুধুই ফান পোষ্ট। এদের কাউকেই বিয়ে করার জন্যে আমি পাগল হয়ে যাচ্ছি না। তবে এদের কাজ আগ্রহ নিয়ে দেখি। বাস্তব জীবনে চেহারা না দেখে স্বভাব দেখে ভালবাসাই উত্তম।
আগের পর্ব: আমার সেলিব্রেটি ক্রাশেরা (ফান পোস্ট)
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৫