
সবাইত চারুকলা গিয়ে কিংবা আর্ট স্কুলে গিয়ে আর্ট করা শিখেছেন। কিন্তু নিচের শিল্পগুলা দেখুন , এইশিল্পের শিল্পীরা কিন্তু কোনো আর্ট স্কুল থেকে আসেনি। তাদের স্কুল প্রকৃতি।
হ্যা তারা কক্সবাজার সমুদ্র সৈকতের কর্মি কাকড়া । সারাদিন তাদের চলে যায় সমুদ্রতিরে এই শিল্প গড়তে গড়তেই। কি তাদের লাভ কেউ জানেনা। ভাটা থেকে জোয়ার পর্যন্ত তাদের একই কাজ। তারা গড়ে আর সমুদ্র ভাঙ্গে। আমার নিচের ছবিগুলো ইনানী ও সেন্টমার্টিন বিচ থেকে তোলা। আশা করছি সবার ভাল লাগবে----











এইবার নিচে দেখুন কারা এই শিল্পকর্ম গুলা সৃষ্টি করেছে, ম্যাক্র ল্যন্সে তোলা ককড়াদের একজন। সাইজে এওটা ছোট বুটের মত-
যারা নিয়মিত কক্সবাজার যান তারা ত অবস্যই এই শিল্প কর্ম গুলার সাথে পরিচিত। আর যারা যাবেন তারা অবস্যই তাদের দেখে আসবেন।
বিদ্রঃ- আমার ছবিগুলার বেশিরভাগই ইনানী ও সেন্টমার্টিন বিচ থেকে তোলা হলেও কক্সবাজারের সব বিচেই তাদের পাবেন।। ছবিগুলা দেখার পর আশা করি আপনারাও আমার মত বিস্মিত হয়েছেন।☺☺☺