এক পরীক্ষায় প্রশ্ন আসলো- কিভাবে একটা পিপড়া কে মারতে হয় ? প্রশ্ন টা ১৫ মার্ক এর !
এক ছাএ উত্তর লেখছেঃ প্রথমে চিনির সাথে মরিচের গুড়া মিশায় রেখে দিতে হবে।
পিপড়া সেটা খেয়ে পানি খুজবে।পানির বালতি তে যেয়ে পিপড়াটা পড়ে যাবে,
তারপর নিজেকে শুকাতে আগুনের কাছে যাবে , আগুনের কাছে আগে থেকেই একটা বোমা রাখা লাগবে। বোমা ফুটে পিপড়া আহত হয়ে হসপিটাল এ যাবে,
তার মুখে অক্সিজেন মাস্ক দেয়া থাকবে, সেই অক্সিজেন মাস্ক টা খুলে দিলেই পিপড়াটা মরে যাবে ।
আপনারাই বলেন ঐ ছাত্র এখন কত নম্বর পাবে ??

[সংগৃহীত]
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ রাত ১২:১৬