আমরা যখন কোন বিদেশি সংস্কৃতি গ্রহণ করবো, আমাদের উচিত তা সম্পর্কে বিস্তারিত জেনে তা তারপর গ্রহণ এবং ধারন করা। না জেনে অন্ধ অনুকরণ অর্থ ব্যক্তিত্বহিনতা, আন্তঃসার শুন্যতা।
আজ সবাই ঘটা করে মা দিবস পালন করছেন। কিন্তু মায়েদের কাছে প্রতিটা দিনই সন্তান দিবস [যেসব মায়েদের ফেইসবুক অ্যাকাউন্ট আছে, চেক করে দেখেন]।
আজ আম্মু দিবসের পোস্টে হোম পেজ ডুবে গেছে। কেউ এতে সমস্যাও দেখছেন না। আসলে এর প্রতিক্রিয়াটা একবার ভাবা উচিত।
ইস্ট-ইন্ডিয়া কোম্পানি টাইপের কিছু বহুজাতিক কোম্পানির আমদানি এই Mother Day। আমাদের সবচেয়ে সুন্দর একটি অনুভূতি নিয়ে ব্যাবসা করা হচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় অবস্থা এমন হবে বাচ্চারা মা ডাকবে শুধু মা দিবসেই। বা মায়ের কাছে যাও না কেন এটা বললে বলবে আজ তো mother day না। এই ভয় টা অমূলক না। পশ্চিমা দেশ গুলোতে এখন তাই হয়। আর ওল্ড হোম এবং mother day এরা দুইজন সহোদর। মানে যে সমাজ mother day এর জন্ম দিয়েছে সেই সমাজই ওল্ড হোমের জন্ম দিয়েছে............
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ রাত ১১:৫২