পানামা পেপার কেলেঙ্কারির মাধ্যমে অনেক রুই কাতলা আজকে সাধু থেকে ভিলেনে পরিণত হয়েছেন।আমি একটু ভিন্ন দৃষ্টি ভঙ্গী থেকে এই পর্দা ফাঁস তথ্যটাকে দেখতে চাই কাড়ন,আমার মনে হচ্ছে আমার কোথাও বুঝতে ভুল হচ্ছে!এই লেখাটা যারা পড়ছেন বা পড়বেন তাঁদের কাছে অনুরোধ আমাকে সঠিক বুঝতে সাহায্য করার জন্য
প্রথমতঃপানামা পেপারের কোথাও এটা বলা নাই যে,এখানে যে যে ব্যক্তির নামে তথ্য ফাঁস করা হয়েছে তারা সবাই আইন বহির্ভূত ভাবে Mossack Fonseca এর মাধ্যমে তাঁদের অর্থ লগ্নী করেছে।
দ্বিতীয়তঃ Mossack Fonseca হচ্ছে একটা ল’ফার্ম,যারা কিনা যে আইনের ফাঁক ফুঁক দিয়ে কোনও ব্যবসা পরিচালনা করার বুদ্ধি দাতা এবং প্রয়োজনীয় সরসিং এর যোগান দাতা।
তৃতীয়তঃ Mossack Fonseca এর মাধ্যমে সেই সমস্ত অর্থ সম্পদের মালিকেরা তাঁদের অর্থ লগ্নী করেছে বিভিন্ন কোম্পানির নামে বা অন্য কোনও কোম্পানিতে বা নিজের নামে বা কাওকে বেনিফেশিয়ারি বানীয়ে,যারা কি’না অবৈধ উপায়ে এই সম্পদের মালিক হয়েছেন।
চতুর্থতঃএই অবৈধ সম্পদের প্রায় সবটাই নিজ নিজ দেশের সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে আয় করা সম্পদ।
আমার কৌতূহল এবং প্রশ্ন:
প্রথম অবস্থায় যে যে ব্যক্তির নাম এসেছে তাঁদের মধ্যে অধিকাংশই দেখা যাচ্ছে মুসলমান প্রধান দেশের নেতাদের নাম।আরও সঠিক ভাবে বললে মধ্য প্রাচ্যের আমীর ও শেখদের নাম! কেন???
আমরা তো জানি যে, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ আয়কর ফ্রি। Click This Link সৌদি বাদশাহ বা ইরানের রাষ্ট্র প্রধান ইত্যাদির নাম এই তালিকায় কোন যুক্তিতে স্থান পায়? ইনিরা তো আয়কর ফাঁকি দিয়ে এই অর্থ উপার্জন করেন নাই। তবে ইনাদের নাম কেন এই আয়কর ফাঁকিবাজদের তালিকায়?এই দেশ গুলোন তাঁদের নিজ নিজ দেশের নাগরিকদের অনেক অনেক বেশী সুযোগ সুবিধা দেয় রাষ্ট্রীয় ভাবে যা,পশ্চিমা সব দেশের সুযোগ সুবিধা থেকে অন্তত ১০ গুন বেশী। আর আমাদের মতো দেশের মানুষের জন্য যা কল্পনারও অতিত, শুধুই স্বপ্ন! যেমন,লিবিয়ার গাদ্দাফি তার দেশের জনগণকে কি কি সুযোগ সুবিধা দিত তা আমরা সবাই বোধকরি জানি।কেউ যদি না জেনে থাকেন তবে এই লেখার একদম শেষে দ্রষ্টব্য।
সৌদি বাদশাহ বা সৌদি কোনও বিলিয়নিয়ার বা মধ্য প্রাচ্যের কোনও মিলিয়োনিয়ার/বিলিয়নিয়ার কি Mossack Fonseca এর মাধ্যমে তাঁদের অর্থ বিনিয়োগ কোরতে পারবে না? যদি করে সেটা কি অন্যায় হবে? যদি অন্যায় হয় তবে কেন?
সৌদি বাদশাহ বা সৌদি কোনও বিলিয়নিয়ার বা মধ্য প্রাচ্যের কোনও মিলিয়োনিয়ার/বিলিয়নিয়ার কি পশ্চিমা বিভিন্ন দেশের সাথে এবং বিভিন্ন বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যৌথ ব্যবসা করেন না?
ইসলামী মতে আয়কর কি?কে কে জানেন প্লীজ?যে বা যিনি জানেন তিনি কি প্রমাণ কোরতে পাড়বেন যে,বাদশাহ,আমীর,শেখ ইত্যাদি লিস্টে থাকা এই মানুষ গুলোন ইসলামী আইন ভঙ্গ করে সেই অর্থ উপার্জন করেছেন? যিনি জানেন না তিনি বা তাঁরা কেন কোন যুক্তিতে ঢালাও ভাবে উনাদের দোষারোপ করছেন? এটা করা কি ঠিক হচ্ছে? ইসলামী মতে আয়কর কি জানতে http://www.khilafah.com/islam-and-taxation/
কেন এই প্রাথমিক প্রকাশিত তালিকায় পশ্চিমাদের নাম সুনির্দিষ্ট ভাবে আসে নাই সামান্য দুয়েকটা ব্যতিক্রম ছাড়া?
আরও কিছু প্রশ্ন আছে কিন্তু আপাতত কেউ যদি আমাকে আমার এই কৌতূহল ও প্রশ্ন গুলোর উত্তর দেন সঠিক দলীল বা রেফারেন্সের মাধ্যমে, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকবো। আমার ধারনা সবাই এই উত্তর গুলোন জানার আগ্রহ রাখেন। তাই অনুরধ থাকলো এই পোষ্টটা শেয়ার করার, কেউ না কেউ নিশ্চয়ই উত্তর গুলোন জানেন।
সবাইকে অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।
life under gaddafi in libya:
1. There was no electricity bill in Libya; electricity was free for all its citizens.
2. There was no interest on loans, banks in Libya were state-owned and loans given to all its citizens at zero percent interest by law.
3. Having a home was considered a human right in Libya.
4. All newlyweds in Libya used to receive $60,000 dinar (U.S.$50,000) by the government to buy their first apartment so to help start up the family.
5. Education and medical treatments were free in Libya. Before Gaddafi only 25 percent of Libyans were literate. Today, the figure is 83 percent.
6. If Libyans wanted to take up a farming career, they would have received farming land, a farming house, equipments, seeds and livestock to kickstart their farms... all for free.
7. If Libyans could not find the education or medical facilities they needed, the government funded them to go abroad. For it was not only paid for, but they got a U.S.$2,300/month for accommodation and car allowance.
8. If a Libyan bought a car, the government used to subsidize 50 percent of the price.
9. The price of petrol in Libya was $0.14 per liter.
10. Libya had no external debt and its reserves amounted to $150 billion -which are now frozen globally.
11. If a Libyan was unable to get employment after graduation, the state would pay the average salary of the profession, as if he or she was employed, until employment was found.
12. A portion of every Libyan oil sale was credited directly to the bank accounts of all Libyan citizens.
13. A mother who gave birth to a child received U.S. $5,000.
14. 40 loaves of bread in Libya used to cost $0.15.
15. 25 percent of Libyans have a university degree.
16. Gaddafi carried out the world's largest irrigation project, known as the Great Manmade River project, to make water readily available throughout the desert country.
Sources:
https://urbantimes.co/2014/05/libya-under-gaddafi/ follow comments, u will get more sources
http://ireport.cnn.com/docs/DOC-884508
https://www.youtube.com/watch?v=vhDaK7Yg5d0
https://www.youtube.com/watch?v=DPpg9WbOXeU
The Lies behind the West’s War on Libya Click This Link
http://www.twf.org/Library/911Unveiled.pdf
http://www.twf.org/News/Y2012/0615-911/assets/fallback/index.html
http://www.twf.org/News/Y2011/0401-Paradise
http://www.twf.org/News/News911.html ... this site has all of evidence about 9/11… very important site
http://www.twf.org/News/Y2015/0406-Gwings.html ....... same above
https://www.youtube.com/watch?v=Vd5q6oroWSI
http://www.imranhosein.org/
Muammar Gadaffi Speaks Truth To The UN 2009 (NEW Translation) Click This Link
NATO Slaughter: James and Joanne Moriarty expose the truth about what happened in Libya Click This Link