আজ দিন শুরু, চোখের সামনে ৩০/৩২ বছরের বজ্রপাতে মৃত এক যুবকের লাশ দেখে...!
সকালে বৃষ্টি হয়েছে, কার্নিশে রাখা ফুল গাছগুলো দেখছি দোতলার বারান্দায় দাঁড়িয়ে।
নীচতলায় ডায়গ্নষ্টিক সেন্টারে 'ইসিজি' করার জন্য, 'সিএনজি' থেকে নামানো হলো বজ্রপাতে মৃত একটা যুবক ।
তখনো জানি না ছেলেটা মারা গেছে, যখন আবার নিয়ে যাওয়ার জন্য 'সিএনজিতে' তুলছে তখন একজনকে ডেকে জিজ্ঞেস করলাম, " কি হয়েছে..?"
উত্তরে শুনতে হলো ছেলেটা বজ্রপাতে পুড়ে মারা গেছে, হাসপাতাল থেকে পাঠিয়েছে ইসিজি করে শিওর হওয়ার জন্য।
এই ছেলের বাড়ি অন্য জায়গায়, কর্মসংস্থান এর জন্য এই এলাকায় এসেছিলো অন্যের জমিতে কাজ করার জন্য..।
বাড়িতে রেখে এসেছে অনাহারী কিছু মুখ, যাদের মুখে দু'মুঠো ভাত তুলে দেয়ার জন্য বজ্রপাত উপেক্ষা করে, বৃষ্টিতে ভিজে অন্যের জমিতে কাজ করছিলো।
বাড়িতে যাওয়ার সময় তাদের জন্য নিয়ে যেতো কিছু ধান, চাল, টাকা।
"আজ সে বাড়িতে যাবে খালি হাতে, সে তার অনাহারী পরিবারটার জন্য আজ কিছুই নিয়ে যাচ্ছে না।
আজ সে পরিবারের কাছে যাচ্ছে একটা নতুন নাম নিয়ে।
" সেই নতুন নাম বজ্রপাতে পুড়ে যাওয়া লাশ, আহারে মানুষ, আহারে মৃত্যু.!"
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮