যে কোন দিবসে, নিজের দেশের পতাকা উড়তে দেখলে আনন্দে বুকটা ভরে উঠে।
"আজ পতাকা উঠছে, কিন্তু আজকের এই পতাকা উড়তে দেখে বার বার চোখ ভিজে যাচ্ছে...!"
আজ আমার দেশের পতাকা কোন আনন্দ দিবসের জন্য উড়ানো হয়নি, আজকের পতাকা উড়ানো হয়েছে শোক পালন করার জন্য।
চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের শোকে, সরকার কর্তৃক রাষ্ট্রীয় শোকদিবস উপলক্ষে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষনা দেওয়া হয়েছে।
আজ আরো একটা শোকের দিন, আজ থেকে দশ বছর আগে এই দিনে পিলখানা বিদ্রোহে ৫৭জন মেধাবী চৌকস বিডিয়ার সেনা অফিসার কে নির্মম ভাবে হত্যা করা হয়...!
"ওরা ছিলো আমার দেশের গৌরব, আমার দেশের সম্পদ, আমার দেশের অহংকার..!"
আজ উড়ন্ত পতাকার দিকে চোখ তুলে তাকাতে পারছি না।
আজকের উড়ন্ত পতাকাও যেন এতগুলো নিহতদের ভার বহন করতে পারছে না , অর্ধনমিত হয়ে শোকে নুয়ে আছে...!
হে আল্লাহ, " আমাদেরকে এতগুলো নির্দোষ মানুষের মৃত্যু শোক সহ্য করার ক্ষমতা দাও, আমাদের আগুনে পুড়িয়ে মৃত্যু দিও না।
একটা আংগুল পুড়ে গেলে জ্বলুনি সহ্য হয় না, পুরো শরীর পুড়ে পুড়ে অংগার হওয়া মৃত্যু কিভাবে সহ্য হবে...!
পিলখানা ট্রাজেডিতে আর আগুনে পুড়ে যাদের কষ্টের মৃত্যু হলো, তাদের জন্য কিছু বলার ভাষা নেই, শুধু চোখের পানি ফেলা ছাড়া।
দোয়া করি আল্লাহপাক তাদের জান্নাত বাসী করুন, আমিন....
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২২