'ভালবাসা ' মাত্র চারটা অক্ষর, অথচ ভালবাসা নিয়ে কিছু লিখতে গেলে এর বিশাল পরিধি ।
বলে শেষ করা যায় না, লিখে শেষ করা যায় না..!
ভালবাসতে কোন নির্দিষ্ট দিন, কোন নির্দিষ্ট দিবসের প্রয়োজন হয় না।
মায়ের পেটের ভিতরের উষ্ণতা দিয়ে এই ভালবাসার শুরু।
জন্ম নিয়ে মায়ের চোখের ভালবাসা দিয়ে পৃথিবীতে নতুন যাত্রা শুরু, তারপর বাবা-ভাইবোন, আত্মীয়-স্বজনের ভালবাসা।
বড় হয়ে স্কুলে গেলে, স্কুলটার প্রতি ভালবাসা।
বন্ধু-বান্ধবী, শিক্ষক-শিক্ষিকা এমন কি স্কুলের দপ্তরি কাকার জন্যও যেন একটা ভালবাসা জন্মায়।
পাশের বাসার লাঠি ঠুকঠুক করে হেটে যাওয়া কাকাকে, সালাম দিলে বলে, "কি গো মা, কেমন আছিস ?"
একদিন সেই কাকার আংগিনায় খাটিয়ায় রাখা কাকার লাশটা দেখে, কাকার জন্য চোখ ভালবাসার অশ্রু ঝরায়...!
এমন কি ভার্চুয়াল জগতে, পরিচিত প্রিয় মানুষেদের প্রতিও একটা ভালবাসা জন্মায় অথচ কারও সাথে কারও কোন সম্পর্কই নেই, শুধু কিছু অক্ষরের পরিচয়...!
পাড়ার কুকুরটাকে কারো দা'য়ের কোপ খেয়ে মাছি ভনভন করা পিঠে দগদগে ঘা নিয়ে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে, মানব জগতে স্থান করা তুচ্ছ পশুটার জন্যও ভালবাসায় বুকটা হু হু করে ।
ঝড়ে গাছ থেকে পড়া পাখির ছানাটা হাতে নিয়ে দীর্ঘনিশ্বাস বেরিয়ে আসে। আহারে, মা পাখিটার রাতদিনের পরিশ্রমে গড়া ক্ষুদ্র বাসাটা তার ভালবাসার ছানাটার জীবন বাঁচাতে পারলো না।
স্টেশনে পাগলী মা তার সদ্যোজাত নবজাতকের তুলতুলে শরীরটা, তার ছেঁড়া শাড়িতে ঢেকে ভালবাসার উষ্ণতা দিয়ে জড়িয়ে রাখে ।
বিয়ের দিন প্রিয়জনদের ছেড়ে অজানা অচেনা পরিবেশে, কিছু অপরিচিত মানুষকে ভালবাসা দিয়ে আপন করে নিতে হয় ।
একদিন নিজের গর্ভে, একটা প্রানে আরেকটা প্রান কে তিলতিল করে ভালবাসায় বাঁচিয়ে রাখা ।
মায়ের চোখদুটোর ভালবাসায় যে পৃথিবীতে নতুন জীবনের যাত্রা শুরু হয়েছিলো সেই চোখদুটোয় নিজের সন্তানের চোখের ভালবাসায় 'মা' নামে, পৃথিবীতে আরেক নতুন জীবনের যাত্রা শুরু করা..!
এক জীবনে বুকের মাঝে এত ভালবাসার ঠাঁই দিয়ে বেঁচে থাকাটার নামই জীবন..!
পৃথিবীর সব ভালবাসাকে তুচ্ছ করে, যে চোখদুটোর ভালবাসা দিয়ে পৃথিবীতে নতুন জীবনের যাত্রা শুরু হয়েছিলো, একদিন সেই চোখদুটো বন্ধ হয়ে যায়..!
পিছনে পড়ে থাকে ভালবাসার মানুষ গুলো, পড়ে থাকে চার অক্ষরের 'ভালবাসা' গুলো....
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩৯