সৌরভ উইন্টার ভ্যাকেশন বাড়িতে এসেছিলো, ছুটি শেষ কাল থেকে কলেজ খোলা ।
বাড়িতে ছুটি কাটাতে আসলে খুব মজা হয়, পরিবারের সবার সাথে কিভাবে আনন্দ করতে করতে দিনগুলো চলে যায় টেরই পায় না...!
যাওয়ার দিন সকালে কান্না গলায় দলা পাকিয়ে আসে, নাস্তা গলায় আটকে যায়।
মা বার বার মুখ ফিরিয়ে কান্না লুকোয়, সৌরভও কান্না লুকানোর চেষ্টায় থাকে।
ওর বাড়ি থেকে যাওয়ার দিনটায়, বাবা অন্যদিনের চেয়ে তাড়াহুড়ো করে বাসা থেকে বেরিয়ে যায়। যদি ছেলেকে বিদায়ের ভেজা চোখ কেউ দেখে ফেলে....!
সৌরভ যাওয়ার পর, কয়েকদিন খুব খারাপ দিন কাটায়।
থেকে থেকে বাড়িতে ফেলে আসা প্রিয়মুখ গুলো চোখের সামনে ভেসে উঠে।
সৌরভের সবচেয়ে খারাপ লাগে, চলে আসার সময় মাকে জড়িয়ে ধরতেই মায়ের কান্না ভেজা মুখ..।
আজ 'হাগ ডে ' মানে, ভালবাসার মানুষকে জড়িয়ে ধরা দিবস।
আচ্ছা, আজ কি সে তার ভালবাসার মানুষটাকে জড়িয়ে ধরবে।
কতদিন ভেবেছে তার ভালবাসার মানুষটাকে জড়িয়ে ধরে বলবে," তোমাকে অনেক ভালবাসি, কোন দিন বলতে পারি নি।"
প্রতিবার সে স্টেশনে পৌঁছার আগেই, তার ভালবাসার মানুষটা স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাকে তাকে বিদায় দিতে....!
কক্ষনো এর ব্যাতিক্রম হয় না, কেউ কাউকে কিছু বলে না শুধু একজন আরেজনের কাছ থেকে মুখ লুকাতে ব্যস্ত থাকে।
কারণ, কে কার ছলছলে চোখ দেখে ফেলে, সৌরভ তার ভেজা চশমার গ্লাসটা বার বার মুছে...! "
সৌরভ স্টেশনে গিয়ে দেখে তার যাওয়ার আগেই, তার ভালবাসার মানুষটা দাঁড়িয়ে আছে।
সে ভাবে আজ জড়িয়ে ধরে না বলা কথাগুলো বলে ফেলবে।
কিন্তু ভেবে পায় না, স্টেশনে এত মানুষের মাঝে কিভাবে বলবে..?
ট্রেন চলে এসেছে, হুড়াহুড়ি করে লোক নামছে।
এবার লোক উঠা শেষ, বুক প্যাক নিয়ে সৌরভ উঠতে যাবে।
ঝট করে ঘুরে তার ভালবাসার মানুষটাকে জড়িয়ে ধরে বলে, "বাবা, আমি তোমাকে খুব ভালবাসি, লজ্জায় কখনোও বলা হয় নি, বাবা তোমাকে ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হয়, বাবা তুমি আমার আইডল...!"
ট্রেন হুইসেল দিয়ে ছেড়ে দিচ্ছে, বাবা ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন," ভালো থাকিস ব্যাটা..!"
সৌরভ বাবার বুকের উষ্ণতা নিয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে আছে, ট্রেন ছুটছে সৌরভ ঘাড় ঘুড়িয়ে ঝাপসা চোখে বাবাকে দেখছে, "বাবা পকেট থেকে টিস্যু বের করে চোখ মুছছেন..!"
ট্রেনের সাথে সাথে বাবাও যেন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে।
সৌরভ ট্রেনে নিজের সিটে বসে, ভেজা চশমাটা মুছছে আর বিড়বিড় করে বলছে," হ্যাপি 'হাগ ডে' বাবা..!"
(আজ 'হাগ ডে' নিয়ে লেখাটা, আমি আমার প্রিয় 'ইফতিকে' উৎসর্গ করলাম..!)
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৯