ছেলের স্কুলে গেলে এই অভিযোগ বক্সটা চোখে পড়লো..!
স্কুল কর্তৃপক্ষ এমন একটা মহত্ব উদ্যোগ নেয়ায় খুশি হলাম, মনে মনে ওদের ধন্যবাদ দিলাম।
জানি না অন্য স্কুলেও এই বক্স আছে কি না..?
যাক, এই স্কুলে তো ছাত্র-ছাত্রীদের অভিযোগ করার একটা জায়গা আছে তাহলে।
পরক্ষনেই বক্সটাতে ধুলোর আস্তর পড়ে থাকতে দেখে মনে প্রশ্ন জাগলো "এই বক্স এর তালা আদৌও খোলা হয় কি, নাকি এমনই ঝুলিয়ে রাখা হয়েছে..?"
গাঁধার সামনে মুলো ঝুলানোর মতো..!
স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন, বক্সটা প্রতিদিন না হোক সপ্তাহে , সপ্তাহে না হোক মাসে একদিন খুলুন।
না জানি কোন কিশোরীকে তার স্বপ্ন ভেংগে চুরমার করে, তার বাবা-মা জোর করে বাল্য বিবাহ দিয়ে দিচ্ছে।
হয়তো সে এই বক্সে একটা চিরকুটে তার আর্জি দিয়ে রেখেছে," তার স্বপ্ন না ভাংগার আশায়।"
না জানি কোন শিশু-কিশোরী শিক্ষক নামের পশুর হাতে যৌন হয়রানি হচ্ছে, অথচ লজ্জায় কাউকে মুখে কিছু বলতে পারছে না।
সেও একটা চিরকুটে তার আর্জি দিয়ে রেখেছে এই বক্স খোলা হলে, সেও নির্যাতনের হাত থেকে রেহাই পাবে এই আশায়..!
ডাস্টবিনে যেমন লেখা থাকে,, "আমাকে ব্যবহার করুন।" তেমনি এই বক্সে লেখা দরকার, "প্লিজ আমাকে খুলুন..!"
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১