রাতে প্রচন্ড মাথাব্যাথার জন্য পেইন কিলারের সাথে সিডেটিভ খেয়ে ঘুমিয়েছি।
সকালে ভাবি বাচ্চাদের নিয়ে বাবার বাড়ি যাবে।
আমার বাবার বাড়ি কাছে হওয়ায়, ভাবিরা কোথাও গেলে আমি ওদের ট্রেনে তুলে দিয়ে আসি।
আবার আমি কোথাও গেলে ভাবিরা আমাকে ট্রেনে তুলে দিতে আসে। এটা এক ধরনের মোহাব্বাত..!
সকাল নয়টা বেজে গেছে। তাড়াহুড়ো করে ষ্টেশনে ছুটলাম।
হায় হায়, মাঝ রাস্তায় গিয়ে দেখি বোরকা আর জুতা পরিনি। বোরকা, জুতার জন্য বাসায় গেলে ট্রেন মিস করবো।
স্টেশনে ঢুকতেই দেখি ট্রেনও ঢুকে গেছে, ব্যাগে হাত দিয়ে দেখি মোবাইল আনিনি। মোবাইল ছাড়া ভাবিকে কিভাবে খুঁজবো।
মোবাইল ছাড়া স্টেশনের এদিক ওদিক ছুটাছুটি করেও, কোথাও ভাবি আর বাচ্চাদের খুঁজে পেলাম না।
ওদের খুঁজতে খুঁজতে হুইসেল দিয়ে ট্রেন ছেড়ে দিলো।
মোবাইলের রিং পেয়ে ধড়মড়িয়ে বিছানায় উঠে বসলাম।
মোবাইল কানে লাগাতেই, ওপাশ থেকে ভাবির কন্ঠ, "হ্যালো, আমরা ভালভাবে ট্রেনে উঠেছি, এই মাত্র ট্রেন ছাড়লো স্টেশনে আসোনি যে...?"
"তাহলে আমি এতক্ষণ আবোল তাবোল যা করলাম সব ঘুমিয়ে স্বপ্নদেখে...!"
একমাত্র স্বপ্নেই তো সম্ভব বোরকা, জুতা,ফোন ছাড়া বাইরে যাওয়া।
কলম ছাড়া পরীক্ষা দিতে যাওয়া, প্রশ্ন কমন না পড়া।
প্রশ্ন কমন পড়বে কি, আমি তো প্রশ্নের সব লেখা ঝাপসা দেখি।
আমি চশমা খুলে ঘুমাই বলেই কি প্রশ্ন ঝাপসা দেখি, নাকি সবার বেলাতেই এমন হয়...?
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৯