সকালে ঘুম থেকে উঠে দেখি, হাইস্কুল পড়ুয়া ছোট ছেলে ঘরে নেই।
রাতে বলেছিলো, উপজেলায় বিজয় দিবসের স্কাউটিং আছে, ও আবার স্কুলের স্কাউট সদস্য।
এত সকাল নিজে নিজে ঘুম থেকে উঠে চলে যাবে ভাবিনি, দেশপ্রেমিক ছেলে হয়তো ভেবেছে," কোনভাবেই বিজয় দিবসের অনুষ্ঠান মিস করা যাবে না। "
বেশি সকাল তাই মাকে জাগায় নি, আমি তো আমার সন্তানদের যে কোন কিছুতে সাথে থাকি।
অথচ আজ....!
ছুটে গেলাম উপজেলায়, মাঠে সবাই রেডি এখনই শুরু হবে স্কাউটিং।
আমার ছেলের চোখ খুঁজছে আমাকে, সে তো জানে মা নামের ছায়াটা পাশেই হবে।
হঠাৎ আমার দিকে চোখ পড়লো, হাত উঁচিয়ে থামজ আপ....!
এগিয়ে যাও বাবা, " তোমাদের যে কোন সাফল্যে, যে কোন বিপদে, ছায়া হয়ে আমি আছি, আমি থাকবো, যতদিন বেঁচে থাকি....!"
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯