মেঘলা কোন আকাশের দিকে তাকিয়ে
অন্ধকার, নিষঙ্গী, পাপাচারী সেই ছেলেটি
অনুতাপে ভরপুর, অনুশোচনায় আর্ত
সে কাঁদতে চায় পারে না
তার পাপ অশ্রুতে নয় রক্তেমাখা
সে হাহাকার করে ছুটে যায় দিগন্তপ্রসারী অরণ্যবাসে
উপাস্য করে অরণ্যদেবীর
সাড়াহীন হয়ে আশাহীনতা ভুগে
ঝিঝিপোকার বিরামহীন ডাক আর জোনাকির আলো
আর কিছুই নেই শুধু আচমকা বেলী ফুলের মৃতগন্ধ
মৃত্যুভয় আসাড় করে দেয় দেহ
সে কি বিষাদ মাটির গন্ধ আজ কড়া করে নাকে লাগে
মৃত্যুদুয়ারে কড়া নাড়ে, ওপারে তার দোযখি আত্মা
আগুনে ঝলসে উঠে আর্তনাদধ্বনি তাকে ফিরিয়ে দেয়
সে আর্তস্বর সে কখনো শুনেনি
সে অনল সে কখনো দেখেনি
সে পালাতে চায় সে লুকাতে চায়
কোথায় তার আশ্রয়?
হিমালয়ের তুষারে, ককশাসের কোন পাহাড়ের গুহায়?
কিংবা নীলনদের স্রোতে, সাহারার বালিকোণায়?
অথবা আমাজনের গহীণে নাকি সাড়ে তিন হাত মাটির নিচে?
সে অন্ধকূপে?
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৭:১৩