এখন অনেক রাত
অক্ষি মেলে তাকিয়ে দেখো
রাতের আকাশ ভরা হীরার কুচি
জ্যোৎস্নার ফোয়ারে আলোকিত ধরণী
কর্ণকুহর সজাগ করো
শুনতে কি পাও?
বটবৃক্ষের ওপারে ক্ষণেক্ষণে ডেকে উঠছে শিয়ালেরদল
আধারের চাদরে ঢাকা বৃক্ষের তল
রক্তহীম করা খচখচ শব্দ
কি ওটা?
গাছের ডালে কোনো অজানা পাখির ডানা ঝাপটার শব্দ
ভাবলোকে তিরোহিত হও
অদূর রাজবাড়ীতে তেনাদের অবিনাশ
কি ভয়াকুল এ অবনী
কুয়াশার জমাটে সাদা বরফে ধারালো থাবার ছাপ রেখে এগিয়ে আসছে
তেনাদের দল নিঃশব্দে
হঠাৎ মাইলের পর মাইল অতল অন্ধকার
ঘন কুয়াশার দেয়াল
ঘিরে ফেলেছে তোমাদের।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০