ভবিষ্যতের এক যুবক ভালবাসা দিবসে ফেসবুকের রিলেশানশিপ স্ট্যাটাস সেট করতে গিয়ে টাশকি খাইছে! ভাবতেছে...
আচ্ছা আমি কী সিঙ্গেল? না কেয়া আছে না! ধুৎ সিঙ্গেল হই কেমনে?
আচ্ছা আমি কী এনগেজড? হুমম... না সেইরকম তো না! যদিও বান্ধবী খেয়া তার প্রোফাইলে তারে রিলেশানশিপে এনগেজ দিয়া রাখছে! (এটা দেখে সে খেয়ার মতই মুখ বাঁকিয়ে ফেলেছিল ভেবে হেসে ওঠে!)
ঘটনা সেইটা না ঘটনা হইল সে কী সিঙ্গেল না কী এনগেজড?
আরে সে তো আজকের ভালবাসা দিবসে ঘর থেকে বের হয়নি!
ঘটনা কী? সে এখন কী লিখবে?
-- হারামি! কই তুই? তোর এনগেজমেন্ট আংটি বাথরুমের বেসিনে ক্যান? কানের দুল কী কানে আছে? না কী ঐটা কমোডে ফ্ল্যাশ করে ফেলছস!" বাথরুম থেকে ফিরে তার বউ খ্যাক খ্যাক করে ওঠে!
যুবক ভাবে আরে আমি তো গত সপ্তাহে বিয়ে করে ফেলছি! কিন্তু বউ টা কে? কেয়া না খেয়া?
"এই নে আংটি!" বউ বলে।
-থ্যাংক ইউ শ্রেয়া...
-শ্রেয়া কে?
-(অ্যাঁ! সামলে নিয়ে) আদর করে আজ ভালবাসা দিবসে তোমার নাম দিলাম শ্রেয়া...
- যে নামেই ডাকো না কেন আমার মূল নাম ধরে ডাকবে না।
(যুবক হাঁফ ছেড়ে বাঁচে! বউ এর এক্স বয়ফ্রেন্ড কে জিজ্ঞেস করে বউ এর আসল নাম জেনে নেয়া যাবে! আপাতত শ্রেয়াই শ্রেয়!)
ঘটনা সেইটা না ঘটনা হইল রিলেশানশীপ স্ট্যাটাস কী দিবে? সে তো নিশ্চিত ম্যারিড!
যাক তাহলে পাওয়া গেল তার রিলেশানশিপ স্ট্যাটাস... সে সেট করে দিল...
"ইটস কমপ্লিকেটেড"
-----------------------------------------
১. ২০ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৩ ০
সালেহী
লিখাটি ভালো লেগেছে আমার....
আমরা সবাই একটু না একটু ছুপা টাইপেরই হয়ে থাকি... কনফিউশন
শুভকামনা...