ফেবু খুলেই অবাক হয়ে গেলাম। আমার এক ছোটভাইয়ের ফেবু স্ট্যাটাস দেখে। যে ছেলেটা ভাজা মাছ উলটে খেতে পারে না, সেই ছেলে নাকি প্রেম করে। প্রেম করা ভাল। কিন্তু তার মত ভাল ছেলে আমি খুব কমই দেখেছি।অসম্ভব মেধাবী এই ভাইয়ের এই বিপদে কি উপদেশ দিব?? আপনি একটু সাহায্য করেন।
ওর স্ট্যাটাস টি ছিলঃ-
আমার কপালটি নাকি অনেক ভাল- এটা অবশ্য আমার কথা না, বন্ধুদের দেয়া, সেটাও আবার সব বন্ধু বলে না শুধু ভার্সিটির বন্ধুদের দেয়া। কারন আমার যার সাথে যার একটি বিশেষ সম্পর্ক রয়েছে সে নাকি অনেক ভাল/লক্ষী/ভদ্র ইত্যাদি ইত্যাদি। তাই আমি অনেক ভাগ্যবান।
আমার স্কুলের বন্ধুদের মধ্যে কয়েকজন বলে, আমি অনেক ভাল, আমাকে যে পাবে সে অনেক ভাগ্যবান হবে। আমার মত ছেলে নাকি এইযুগে পাওয়া মুস্কিল-ই নয় নামুংকিন। hsc+ssc দুটিতেই মানবিক বিভাগ থেকে a+ পেয়েছিলাম আর বর্তমানে দেশের স্বনামধন্য সরকারী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ে পড়াশুনা করছি। সেও a+ পেয়েছে তবে ব্যবসায় বিভাগ থেকে। আর ভার্সিটির ফলাফল আমারই ভাল।
আমি মানি সে অনেক ভাল/বুদ্ধিমতি/ । কিন্তু প্রতিদিন একই কথা শুনতে শুনতে আমি মনে হয় আজ ক্লান্ত। আমার আর ঐ কথাটি শুনতে ইচ্ছা করে না।নিজেকে খুব ছোট মনে হয়। কেন জানি না আমার আর তাকে আগের মত ভাল-বাসতে ইচ্ছে করে না। মনে হয় আমি তার মত এত ভাল মেয়ের যোগ্য নই। তার কাছে যেতেও অনেক ইতস্তত বোধ হয়। মেজাজ অনেক খিটখিটে হয়ে গেছে, সব সময় মেজাজ চড়া থাকে। এভাবে নিজের উপর আস্থা হারিয়ে ফেলছি, আর বিশ্বাস করতে পারিনা যে আমার দারা ভাল কিছু করা সম্ভব। খুব কষ্টে দিনানিপাত করছিলাম। আর পড়াশুনার কথা বাদই দিলাম।
সত্যি বলতে কি, আমাদের আর্থিক অবস্থা ওদের থেকে খারাপ। তাই মাঝেই মাঝেই শুনতে হয়, তোমার কপাল অনেক ভাল যে আমার পরিবারে ঢুকতে পারছ।ওর বন্ধুরা আচরনে তা বুঝিয়ে দেয়। আমি আর এভাবে থাকতে পারছি না।
এভাবে চড়ম কষ্টে ভোগার পর আমার কিছু বন্ধুর(যাদের সাথে খুবই ভাল সম্পর্ক) ঘটনাটি খুলে বলি। তাদের পরামর্শে, আমার অবস্থা আমার বিশেষ মানুষটির সাথে আলোচনা করি। তার মন্তব্যে আমি বেশ হতবাক। সে ভাবে আমার থেকে অনেক ভাল ছেলে পেত। আমি নাকি তার সাথে অনেক খারাপ ব্যবহার করি। অন্যকেউ হলে তার কথায় উঠত-বসত। এরপর থেকে তাকে আর আগের মত ভালবাসতে পারিনা। নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়।
এমতাবস্থায়, বন্ধুদের পরামর্শে তার সাথে সম্পর্ক ভেংগে একা থাকার সিদ্ধান্ত গ্রহন করি। শ্ত কষ্ট হলেও তার থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম। কিন্তু সেই আমার কয়েকজন বন্ধুকে ডেকে আবার মীমাংসা করেছে। তারপর কিছুদিন যেতেই আবার সেই আগের অবস্থা।
সম্পর্ক পুনরায় স্থাপ্ন করার কারনে সেই বন্ধুরা আজ আমার থেকে দূরে চলে গেছে, তারা আর আমার ব্যাপারে কথা বলে না।ফলে আরও একা হয়ে পড়ছি।
আমি আমার বাবা-মায়ের ছোট সন্তান। আমার বড়ভাইয়েরা টাকার অভাবেই বেশিদুর পড়াশুনা করতে পারেন নাই(যদিও তারা আমার থেকে অনেকবশি মেধাবী ছিলেন)।বড়ভাইদের প্রতি দায়িত্ব্যবোধ আর বাবার অক্লান্ত পরিশ্রমের দাম আমাকে দিতেই হবে। দূর করতে হবে পরিবারের আর্থিক দুর্দশা। একারনেই ওর সাথে ঝগড়া হলে বা মন খারাপ থাকলেও ক্লাশ কামাই দিতে পারি না।
এভাবে চলতে চলতে কবে যে আমার আমি হারিয়ে গেছি নিজেই জানি না। এখন আর আমাকে মানুষ মনে হয় না। কিভাবে যেন স্কুলের মিশুক ছেলেটি আজ কারও সাথে মিশতে পারে না, কলেজের বিতার্কিক আজ গুছিয়ে কথা বলা ভুলে গেছে। নিজেকে খুব একা মনে হয়, খুবই একা একা লাগে……এত মানুষের ভিড়ে আমি আমার আমি খুজতে গিয়ে পাই না।
এমতাবস্থায় স্ব-হৃদয়বান ব্যক্তির পরামর্শ আশা করছি।
বিঃদ্রঃ নিজের ফলাফল লেখার ইচ্ছা ছিল না, কিন্তু সার্বিক সমস্যা ও সমাধানের কথা চিন্তা করেই লিখলাম। দয়াকরে কিছু মনে করবেন না।