দিকশূন্যপুরাণ
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ।
- নাম কী?
মিইয়ে যাওয়া কণ্ঠস্বর ধরে মুখচ্ছায়া খুঁজতে গেলো।
ফিরে এলো নিরুত্তর!
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ।
- ঠিকানা ?
কণ্ঠরেখা ধরে হেঁটে গেলো জিজ্ঞাসা।
ফিরে এলো শূন্যতা।
নারকেল-চিরল-পাতার ফাঁকে কাঁপছে ছিটেফোঁটা চাঁদ
- গন্তব্য ?
প্রশ্নরেখা মিলিয়ে গেলো কালো মেঘে।
ফিরে এলো অজস্র... বাকিটুকু পড়ুন