প্রতি বছরের মতই এবার ১৯ শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস পালন করা হচ্ছে । সারাবিশ্বের প্রায় ২৪ কোটি বাংলাভাষাবাসী দের বাংলাব্লগগুলো বিগতবছরগুলোতে মতপ্রকাশ পরষ্পর চিন্তা চেতনা ও ধারনার বিকাশ করার পথে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় এবারের বাংলাব্লগদিবসে আনার চেষ্টা করা হয়েছে একটি ব্যতিক্রম ও ভিন্নধর্মীতার।
এবারই প্রথমবারের মত বাংলাব্লগ দিবস শুধুমাত্র ঢাকাতেই হচ্ছে না , বরং তা হচ্ছে সারাবিশ্বব্যাপী। ১৯ শে ডিসেম্বর একই সাথে বাংলাব্লগদিবস পালিত হবে সিলেট সহ ,রংপুর ,রাজশাহী ,চট্টগ্রাম ,বরিশাল ,যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ও মালয়শিয়া।
তবে ঢাকার বাইরে সিলেটের ব্লগাররাই প্রথম আলাদা ভাবে কিন্তু ব্লগার সাথে একাত্বতা প্রকাশ করে ব্লগ দিবস পালন করার চিন্তা ভাবনা করেন ,তাই আমরাই এগিয়ে
দ্বিতীয় মিটিং এর আহবান সংক্রান্ত পোষ্ট -
আগামী ৭ ই ডিসেম্বর শুক্রবার সিলেটের শাহী ঈদগাহ পয়েন্টে সিলেটের ব্লগারদের ব্লগ দ্বিতীয় মিটিং এর জন্য আহবান করা হচ্ছে ।
মিটিং টি অনুষ্ঠিত হবে বিকাল ৩ টায় , তাই ব্লগারদের ঠিক তিনটার দিকেই সেখানে উপস্থিত হতে বলা হল ।
উক্ত মিটিং এ যে যে বিষয়ে আলোচনা করা হবে বলে ঠিক করা হয়েছে -
১) ব্লগ দিবসের অনুষ্ঠানসূচী পুনরালোচনা ও হালনাগাদ করন ।
২ ) রুশানের জন্য অর্থ সাহায্যের ব্যাপারে সিলেটের কমিটি গঠন ও এ নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা।
৩) ব্লগ দিবসে রুশানের জন্য ক্যাম্পেইন ।
এবং সেই সাথে যেটা অলিখিত কিন্তু না বললেই নয় ব্যাপক আড্ডাবাজি এবং খানাপিনা (জোর দেওনের ইমো)
সর্বোপরি একটু বিতর্কিত ও ছাগুমুক্ত বাংলা ব্লগ দিবস পালনে আমরা ব্লগার রা প্রতিজ্ঞাবদ্ধ।
তাই সিলেটের ব্লগার রা দলে দলে শরিক হন ......
এ বিষয়ক অন্যান্যদের পোষ্ট -
ব্লগ ডে উপলক্ষে সিলেটে অবস্থানরত ব্লগারদের দৃষ্টি আকর্ষন- নিয়েল হিমু
'ব্লগ ডে' উপলক্ষে সিলেটে অবস্থানরত ব্লগারদের দৃষ্টি আকর্ষন মূলক পোস্ট : আইওয়াক্কা -মামুন ভাই
এবং প্রথম আড্ডার পোষ্ট -
প্রথম মিটিং
সর্বশেষ এডিট : ১১ ই ডিসেম্বর, ২০১২ রাত ১১:৫৩