আবুল যখন পরপারে :-
মৃত্যুর পর আবুল স্বর্গে না নরকে তা নিয়া উপর মহলে ব্যাপক দেনদরবার চলিতে লাগলো ...এমন সময় উপরওলা বলিলেন উহাকে পুলসিরাত পার হইতে দেয়া হোক ...
যথা সময় আবুল পুলসিরাতের সামনে গেল , পুলসিরাত পার হইবার পূর্বে সে এদিক ওদিক চায় দেখিয়া পুরসিরাতের রক্ষী জিজ্ঞাসাবাদ করিল ওহে পাপিষ্ঠ কি খুজিতেছ ...
স্বপ্নে আবুল
আবুল কহিল ওহে ! ইহা কোন কনস্ট্রাকশন কোম্পানী বানাইয়াছে ফলক তো দেখিতে পাইতেছি না ...
রক্ষী হাসিয়া কহিল ওরে পামর ইহা বুঝিয়া তোমার লাভ কি ?
আবুল হাত কচলাইতে কচলাইতে কহিল , ইহা যদি সাকো লিমিটেডের হইয়া থাকে তবে আর চড়িতেছি না .... চুরি করিয়া মরিতে ইচ্ছুক কিন্তু সেতু ভাঙ্গিয়া নয়.... :> :> :>
ইহা শুনিয়া বেফক আমোদিত হইয়া প্রভু আবুলকে স্বর্গে পাঠাইয়াদিলেন ...
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ১২:০৯