১।আমি আমারি মাঝে লালন করি অন্য এক আমিকে
আমি আমারি মাঝে হারিয়ে যাই সহস্র বার
আমি আমার আমি কে ঝেড়ে ফেলি শতবার
এত কিছুর পর ও
এই আমি তো আমিই থাকি ...আমার আমি হয়ে !!
২।ঘুরে ফিরে একটি বিন্দু ...
খুব বেশী হলে পরিধি দিয়ে একটা বৃত্ত ,
জীবন আটকে থাকে জীবনের নিয়মে ......
জীবন ঘেরা বৃত্তে না বৃত্তে ঘেরা জীবনে ??
৩।ভয় !
গভীরে যাওয়ার ভয় !!
অনুভূতি দিয়ে অনুভূতি ছোঁয়ার ভয় !!!
সত্যের মুখোমুখি দাড়িয়ে হারিয়ে যাওয়ার ভয় !!!!
৪।দুটি মানচিত্রের ভাঙ্গা গড়ায় তৈরি হয় একটি রাজ্য
কিছুটা কাল বসবাস স্বর্গরাজ্যে
তারপর .........
স্বপ্ন ভেঙ্গে পুনরায় ২ টি মানচিত্র
নীলে নীলে ডুবে থাকা অনুভূতির ব্যাবচ্ছেদ .........
৫।জমা হয় একে একে নীলাভ অনুভুতি ......ছায়া হয়ে পাশে থাকে জীবন পান্ডুলিপি