দ্রোহের কারচুপি কালের
আসেচনে বিপ্লুত সকলেরে
পাপাকীর্ণ মূহ্যমান করে যেন।
মূক-মূঢ় বলে ফেলে দিয়েছিলাম...বলে
ছিলাম সংবেগে— ‘সারমেয়ী’।
অবিশঙ্ক দশয়িতা-মুসাফির
আমাদের মুশায়রায় যাবার,
মুসাবিদা-কালিকা মালায় গেথে
এক সারেঙ্গীরে করেছেন দান—
কেহ্ বলেন চিত্রল ধরণীরে, যে এক গুপ্ত কালান্তক।
আপনাকে আজ একা পেয়ে বলে দিলাম...।
আমিও ম্লান—
ভোরের কুয়াশা
সকল নামসূচী
ভোরের আযান...
আনুকূল্য-কৃতি স্বত্ব আর ছাড়পত্রের
অপেক্ষায় আছি জাগন্ত...
ভূখা-নিদ্রাহীন তৃষ্ণায় অজানার ফিকিরে—
যখন সত্যিই কঠিন
‘অবসরেরে কাজে খাটানো অথবা
কথা গোপন রাখা’-র কাজটা ।।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৬ রাত ১:২১