কয়েকদিন আগের কথা,রাতের নিয়মিত কাজ ফেসবুকের পোস্টগুলোতে চোখ ভুলানো।তো চোখ ভুলানোর সময় একটি পোস্টে চোখ আটকে গেলো, পোস্টিতে লেখা "সানি লিয়ন আসছে বাংলাদেশে "আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। তাই গুগলে সার্চ দিয়ে বসি। একি সত্যিই তো পর্নো কুইন সানি লিয়ন বাংলাদেশে আসছে।
তো ব্যাপারটা জাইনা আমার চক্ষু কপালে উঠলো। বাংলাদেশ, নামটি এমন একটি নাম, যে নাম শুনলে বিশ্বের মানুষ সেই শহিদদের কথা মনে করে,যারা নিজেদের মা বোনের ইজ্জত রক্ষার জন্য নিজের জিবন বিলিয়ে দিয়েছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে,এবং মনে করার সাথে সাথে শ্রদ্ধায় তাদের বুক বরে যায়।১৯৫২ এর ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি তাদের পরিচয় দিয়েছে। তারা বিশ্বের মানুষকে বুঝিয়ে দিয়েছে নিজেদের সাংস্কৃতি,ঐতিহ্য, সম্মান ধরে রাখতে তারা নিজেদের জিবন বিলিয়ে দিতে পারে। যে দেশের মাটিতে শহিদদের পবিত্র রক্তের ছোয়া লেগেছে, সেই পবিত্র রক্তের মাটিতে কি করে একজন অপবিত্র নগ্ন নর্তকী পা রাখতে পারে।
এইদেশের ৯০ ভাগ মানুষ মুসলমান। যাদের ধর্মে অপবিত্রতার ছোয়া পর্যন্ত নেই।যাদের ধর্মে ব্যাভিচার, অনৈতিক যৌন সম্পর্ককে হারাম বলা হয়েছে। সেই পবিত্র মুসলমান দের মাতৃভূমিতে কি করে এরকম একজন অপবিত্র লোক আসার কথা চিন্তা করে।
তবে সানি লিয়নের প্রচুর ভক্তও বাংলাদেশে আছে। যারা সব সময় সানি লিয়নকে সামর্থন জানিয়ে যাবে। তাদের কাছে দেশের সংস্কৃতি বলে কিছু নেই। তারা জানে শুধু নোংরামি করতে। শুধুমাত্র তাদের জন্য সানি লিয়নকে এই দেশে আসার অনুমিত দেওয়ার মানে হচ্ছে দেশের সংস্কৃতিকে ধ্বংস করার পায়তারা করা ।
আকাশ সাংস্কৃতিতে সানি লিয়ন এদেশে এসেছে অনেক আগেই।এবার স্বশরীরে আসার পালা।
তবে আমি এদেশের একজন সুস্থ্য নাগরিক হিসেবে এদেশের অপমান হতে দিতে পারি না। তাই এর তীব্র প্রতিভাত জানাচ্ছি।
তাছাড়া আমি একজন মুসলিম। আর কোনো মুসলিম দেশে এরকম একজন পর্নো তারকা আসুক তা আমি চাই না।
আমার মনে পড়ে-ইন্দোনেশিয়াতে , LADY GAGA কে ইন্দোনেশিয়ার মুসলিমরা প্লেন থেকে নামতেই দেয় নাই। কারণ এই LADY GAGA সারা পৃথিবীতে গানের কসরতের থেকে বেশি শরীরের কসারত দেখাতো।
আশ্চর্য- বাংলাদেশ - যেখানে ৯০% মানুষ মুসলিম- ওই দেশে - সানি লিয়নের মত একটা পতিতা কিভাবে
রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে দেশে
ঢুকার অনুমতি পায় আর মুসলিমরা তা মেনে নেয় ? এই ঈমানের দাম আল্লাহর কাছে কতটুকু আছে? প্রিয় মুসলিমগণ ?