উৎসর্গ - আমার আমিকে - যে আমার প্রায় সবটা জুড়ে।
এ আমার উন্মুক্ততা
ধানসিঁড়ি নদীটির কাছে
আমি সাঁতার কেটেছি বলে ,
বাতাসের কাছে
আমি নিয়েছে বুকে তারে ,
সবুজের কাছেও অহর্নিশ
আমার লেখাদের কাছেও
লেখারাও আমাকে চোখে চোখে রাখছে বলে......
ভিজেছি আমি অমাবস্যার জ্যোৎস্নায় ।
আমি উন্মুক্ত.........
চোখেরাও পেতেছে চোখ অপলক
হাসছে আমার স্বপ্নেরাও মুখ টিপে ,
ছুটেছি ঊর্ধ্বলোক থেকে পাতালে
স্থলভূম থেকে উত্তুঙ্গ এভারেস্টে
পারিনি এড়াতে......
মায়ের বুকে চেয়েছি লুকোতে
স্নেহের খোঁজে......
মা'র দৃষ্টি পারিনি এড়াতে
চোখ বুজে - রেখেছে চোখ বড় করে ,
ছুঁয়ে এয়োতি এঁকেছিলাম চন্দ্র বিন্দুটি
কোন এক অসতর্ক সতর্কতায় ভালোবেসেই
সারাক্ষণ দেখছে আমায় আমার ভালোবাসা ,
স্নেহেরাও নেই পিছিয়ে ......
গোলাপী , মায়াবি ও তীব্র নীলগুলোও
নীলেরা ফেলেছে দেখে ।
হায় ! ঈশ্বর
নীরবতা , নিশ্চল দাঁড়িয়ে থাকা ,
ঝুলছে দু'হাত শিথিলতায় , নীচু মাথা...।
পারছিনা লুকোতে কিছুই ......।
অকঃ কবিতা ভেবে ভূল করবেন না যেন ।
ট্যাগ/কি-ওয়ার্ড দেখুন...