মৃত্যুর সাথে হয়েছিল দেখা...
না, কোন তারিখ বা দিনক্ষণ দিয়ে নয়
নয় কোন সৌর সোহাগে ভরা
রমণীয় বনপথ বা সমৃদ্ধ প্রাসাদ নগরীতে ,
হঠাৎ করেই...
সময়ের উর্ধ্বে উঠে কোন এক সময়
বিকেল দুপুর বা সোনালী আলোয় নয়,
কথা বলতে চেয়েছি ভালোবেসে
ছুঁয়ে দেখতে চেয়েছি
গন্ধ নিতেও চেয়েছি (মনে মনে)...
কিন্তু...
কিন্তু...
হতাশায় ডুবে হয়েছি প্রত্যাখ্যাত ক্রমাগত।
হেরে গিয়েও
ভালোবেসেছি জীবন-মৃত্যুকে.........
সে-ই বাঁচিয়ে রাখে ।