(সামুর কিংবদন্তি নাফিস ইফতেখার কে)
ইচ্ছেরা আকাশ ছুঁতে চায়...........
নীল আকাশ,
বেণে অভিশাপে বনবাসী অদম্য রাজকুমারের......
ছোঁয়নি কখনও এমন নয় ।
পলাতকা সময় নিয়েছে পিছু,
লক্ষেরও অলক্ষ্যে
অত্যন্ত চুপিসারে আলেয়া হয়ে।
ব্যাপ্ত দিগন্তের সবুজ উদ্ভাসে
গোধূলীতে বুনো হাসের ফিরে যাওয়া,
পালকে রোদ-বৃষ্টি ঝড়ের ছোয়া
বিলীয়মান আলোয় ও অবিচলতায় স্থির।
তখনও দৃশ্যমান অদৃশ্যতায় কুহকেরা।
আলটপকা...............
গিরি পথের ছায়া পেরিয়ে,তেপান্তরের মাঠ ছুঁয়ে
সময়ের কাঁখে চড়ে, নিয়তির হৃদয় ভেদে,
পৌছে যাবে সবুজ প্রসাদ মন্দিরের দেউড়িতে
পদ্মের হাটে চোখ পেতে........
শিশুর জল বন্দুকের নিশানায় ভিজে রঙিন হয়ে।