একটি পারিবারিক ইফতারপার্টিও টেবিল- ইচ্ছা করিলে যে কেউ যোগ দিতে পারিবেক।
ইহা ইফতার টেবিলটির খন্ডচিত্র
ইহা মোটামুটি পূর্নাঙ্গ চিত্র- তবে আশে পাশে ছোটখাটো টেবিলে শরবৎ,হালিম ইত্যাদি ই্ত্যাদি ও ইত্যাদি রহিয়াছে।
প্রথমেই পরিচয় করাই আমার প্রিয় রাশান সালাড ডিশটার সাথে
এটা বেঙ্গলমিটের মেরিনেট করা অংবং খেয়ে নিজে নিজেই ট্রাই করে নাম দিলাম স্যুইট এ্যান্ড সাওয়ার চিকেন কুলকুল
এবার সিপি প্যাকেট চিকেন বল ফ্রাইপ্যানে হাল্কা ভেজে শাসলিক স্টাইলে কাঁঠি গেঁথে গেঁথে কাঁঠি কাবাব
চিকেন কেশ্যুনাট সালাদ ইয়াম্মী ইয়াম্মী
বিফ ভাজা ভাজা কাবাব আসল নাম কি আমি নিজেও জানিনা বাট আমার ইনভেনশন তো কাজেই রেসিপি জিগাসা করলেই বলে দেবো..
নুডুলস চিরাচরিত তবে চপস্যিস্টাইলে চেপ্টা চেপ্টা দেখতে....
ঘিয়ে ভাঁজা শাহিটুকরা ......হুমমমমমমমমম ইয়াম্মী......
দই বুন্দিয়া-
আলুচপ - ভেতরে কিমার পুর.....
পেঁয়াজে মরিচে পেঁয়াজু
টেম্পুরা ফ্লাওয়ারে চুবানো ও ডুবো তেলে ডুবানো বেগুনি
পেঁয়াজে, মরিচে লেবুতে ও বিটলবনে মাখা মাখা বুট
জিলাপী- আমি কিন্তু বানাইনি, এত কালচে জিলাপীটা - এটা গিফ্ট- কালি জিলাপী
স্পন্জ রসগোল্লা - রস মিষ্টি দোকানের
ফ্রেস ফ্রুটটসসসসসসসসস
শরবৎ, ম্যাঙ্গো জ্যুস আর সুপেয় পানি
সৌদি এ্যারাবিয়ান খেঁজুর
ফ্রুট ককটেল উইথ আইসক্রিম- মালাই ( অবশ্যই আমার ইনভেনশন)
আইসক্রিম উইথ জেলো এ্যান্ড ফ্রুটসসসসসসসস ( এটাও আমার কারিকুরি)
সবশেষে আবারও ইফতার টেবিল.......
অনেক অনেক ছবি দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গেছি। কেউ রেসিপি চাইলে দিয়ে দেবো অবশ্য অবশ্য। সবাইকে রমজানের আর অগ্রীম ঈদ মুবারাক!!!!!!!!!