হলুদ রঙের চারতলাটা তেমনি আজও আছে।
ঝাঁ চকচক ভাবটা তেমন আগের মত নেই
একটু মলিন স্মৃতি অমলিন হারাচ্ছি আজ খেই।
পড়ছে মনে ঠিক এমনি সন্ধ্যা ছিলো সেদিন
দুজন মিলে সকল ভুলে ঘর ছেড়েছি যেদিন
কোথাও তখন কিচ্ছুটি নেই তুমি আমি আছি
সকল কিছুই তুচ্ছ তখন ডুবতে রাজি আছি।
দুইটা হাঁড়ি একটা কড়াই কম দামী সেই খাট
পর্দা ছাড়া জানলা তখন চাঁদের আলোর হাট।
পঁচামাছের বাজার দিয়ে উলোট পালট রাঁধি
রান্না শেষে সেসব চেখে নিজেই আবার কাঁদি।
টুকরো কাঠের খন্ড দিয়ে মোড়ার উপর রেখে
টেবিল বানাই নিজেই অবাক নিজেরই কাজ দেখে।
ঝাড়ি মুছি আবার সাজাই একটা দুটো বই
স্যুটকেসটা সেল্ফ বানিয়ে আবার মুগ্ধ হই!
ছবির ফ্রেমে তুমি আমি দেওয়াল জুড়ে হাসি
যত্ন করে আঁচল দিয়ে মুছতে ভালোবাসি।
বাসন মাজি, পেঁয়াজ কাটি কেঁদে ফোলাই চোখ
(তবু) তোমার জন্য বিকেল নাস্তা সেটাই আমার সুখ।
বিকেলবেলা অপেক্ষা আর তোমার ঘরে ফেরা
ঘর বারান্দা পায়চারী আর উৎকন্ঠায় ঘেরা
নীলশাড়ি আর বেলিফুলের মালায় ঘেরা বেণী
রাতগুলো সব স্বপ্নভরা, স্বর্গ প্রতি দিনই।
তিলে তিলে স্বর্গ সাজাই আনন্দ ঝরঝর
হঠাৎ দমকা ঘূর্ণীহাওয়া ভাঙলো তাসের ঘর
সন্দেহ ভুল বুঝাবুঝি ফেললো জালে বেঁধে
আমার সকাল রাত্রী গড়ায় কেবল কেঁদে কেঁদে।
তুমি শুয়ে সোফার উপর আমি বারান্দাতে
সময় গড়ায় আস্থা হারায় বিনিদ্র রাত কাঁটে
ছিন্ন মালা নীলশাড়িটা চোখের জলে ভাসে
দেওয়ালে সেই যুগল ছবি ঠিক তেমনি হাসে।
মেঝের উপর বিছান চাদর ফুলদানিটা পড়ে
দু একটা বই ছেড়াখোড়া খানিক আগের ঝড়ে
ছিন্নভিন্ন দুঃখী পর্দা চাইছে দুঃখ ভরে
ওড়না কেটে বানিয়েছিলাম ভীষন যত্ন করে।
ভাঙা কাঁচের টুকরোগুলো ছড়িয়ে আছে কাছে
পানির জগ আর প্রিয় গেলাস লন্ডভন্ড মাঝে
রাত্রী ফুরোয় আঁধার কাটে ভোরের পাখি ডাকে
আমার সুখের সে ঘরটিতে আঁধার থমকে থাকে।
পড়ছে মনে ঠিক তেমনি সন্ধ্যা সেদিন ছিলো
আমি তখন ভীষন একা ভীষন এলোমেলো
কিচ্ছুটি নেই কোথাও আমার আমি তখন পাখি
একটা শালিক সঙ্গীহারা ধুসর ছবি আঁকি।
সে ঘর ছেড়ে বেরিয়ে এলাম পদক্ষেপে ধীরে
বারান্দাতে দাঁড়িয়ে তুমি চাইনি পেছন ফিরে
তুমিও তো আর ডাকোনি অনেক অভিমানে
ভুল ভেঙ্গেছে বিফল অতীত আজ হতাশী গানে।
দাঁড়িয়ে আছি খুব চুপচাপ একাকী আজ আমি
সাঁঝের আকাশ আঁধার নিকশ আসছে আজও নামি।
সেস্কুলগলি, বারো নম্বর মিরপুরে সেই বাসা
হলুদ রঙের চারতলা আর আমাদের সেই আশা
সবকিছু ঠিক তেমনি আছে আমরা সেথায় নেই
হারানো দিন স্মৃতি অমলিন হারাচ্ছি আজ খেই।
সে আবাসেই বেঁধেছে ঘর নতুন দুটি পাখি
ওদের মাঝেই খুঁজছি অতীত তৃষিত দুই আঁখি।
এই লেখাটা আমার আগের আর একটা ছড়া ছড়া কবিতা আই মিন আমরা তখন পাখি ছিলাম... ছড়িতার সাথে কিছু মিল মিল রেখে লেখা। আর এই ছড়িতাটা আমি দিচ্ছিপ্রিয় মাহবুভাইয়াকে ভাইয়া ভালো থেকো অনেক অনেক!!!!!