হঠাৎ তোমার হারিয়ে যাওয়া
নাড়িয়ে দিলো, বুকের ভেতর
বাজিয়ে গেলো বিষন্ন সুর
ফাগুন দুপুর, উদাস এখন
হাহাকারী ছন্নছাড়া....
ঠিক যেখানে দুঃখগুলো
আড়াল ছিলো, ইটের চাপায়
জীর্ণ ঘাসের ফ্যাকাশে রঙ
নিথর মায়ায়, যতন করে
লুকিয়ে রাখায়, স্মৃতির ছায়ায়....
হঠাৎ সেথায় টংকারেতে
পিনাক জাগে, পাঁজর তলে
কাঁপন লাগে, কবে কোথায়
হারিয়ে ফেলা ফুরিয়ে যাওয়া
বিষাদ কথন, শিথিল বাঁধন....
গায় সেখানে কোরাস গীতি
দুঃখ গুলো, সব হারানোর
কষ্ট গুলো কাব্য লেখে
অমিত্রাখর, ছন্দ হারায় আনন্দেরা,
বিকেলগুলো বিবর্ণ সব.........
হলুদ ফাগুন রোদন ভরা
নীলাভ স্মৃতি কাঁদন চাপা
নিঃস্বতারা সঙ্গীবিহীন
ইচ্ছেরা সব বন্দীশালায়
অনিচ্ছেদের শেকল খাঁচায়......
বন্ধনহীন বিহঙ্গ কোন
মুক্ত এখন, সীমার মাঝে
অসীম তুমি অম্বরেতে মল্লারমেঘ
বৃষ্টি ঝরাও, আমার চোখে
ঝাপসা দিঠি চিত্র আঁকে..........
তোমার স্মৃতির.........
বিষাদ জমে চোখের পাতায়
কবে কোথায় হারিয়ে ফেলা
বিদায় বেলার, ছিন্ন বাঁধন, অনেক মায়ার
মানুষগুলোর হারিয়ে যাওয়া চিরতরের......