যে দেশের রাষ্ট্র ভাষা বাংলা, যে দেশের ৯৯.৯৯% নাগরিক যেখানে বাংলা ভাষায় কথা বলে, আর বাংলা ভাষাকে মার্তৃ ভাষায় রূপ দেয়ার দাবীতে ৫২ সালে যেখানে রফিক, সালাম, বরকত, জব্বারসহ আরো অনেকে নিজেদের জীবন বিসর্জন দিয়েছে সে দেশের একটি বিদ্যালয়ে এমন একটি নিষেধাজ্ঞা!
হ্যাঁ, কালের পরিক্রমায় আজ একাবিংশ শতাব্দীতে বাংলা ভাষা ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে স্বাধীন বাংলাদেশের একটি বিদ্যালয়ে! রাজধানীর উত্তরা মডেল টাউনে অবস্থিত ঐতিহ্যবাহী ইংলিশ মিডিয়াম স্কুল ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল’ কর্তৃপক্ষ গত কয়েকদিন আগে এই নিষেধাজ্ঞাটি জারি করেছে।
১৯৮৩ খ্রীষ্টাব্দে প্রতিষ্টিত এই বিদ্যালয়ের ফাউন্ডার প্রিন্সিপাল লুবনা চৌধুরী কর্তৃক জারীকৃত এই নিষেধাজ্ঞা প্রদান শুধুমাত্র বাংলা ভাষার জন্য নয়, বরং ৫২’র ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উপর তদুপরি সমগ্র বাঙালি জাতির জন্য অবমাননা এবং রাষ্ট্রভাষা আইন ও দেশের সংবিধান লংঘনের অপরাধের সামিল।
যে বিদ্যালয়ে মার্তৃভাষাকে অবমাননা করা হয়, সে বিদ্যালয়ে শিক্ষার্থীদের কি শিক্ষা প্রদান করা হয় তা খুবই চিন্তার বিষয়। মার্তৃভাষা বাংলাকে অবমাননাকারী বিদ্যালয় এবং বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষ যথাযথ দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া উচিত।
শিক্ষামন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই বিদ্যালয় ও বিদ্যালয় কর্তৃপক্ষকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক …