রঙিন হবে
সাইফুল ইসলাম সাঈফ
রঙ মাখিয়ে দিলে রঙিন হবে
হাসি-খুশি উজ্জ্বল জীবন পাবে।
হাওয়ায় হাওয়ায় উড়বে রেশমি চুল
ঢেউয়ে ঢেউয়ে মন হবে ব্যাকুল।
ভালো লাগবে তখন গোধূলি ক্ষণ
দোলা দিবে তখন তোমায় প্রতিক্ষণ।
আর থেকো না অকারণে বিরত
পূর্ণ হলে হৃদয় হবে উজ্জীবিত।
সাদাকালো মন বিষাদ ভরা ছন্দহীন
বেঁচে থাকতে হলে থাকবে রঙিন।
এসো প্রিয় হাতে হাত রাখো
সারা অঙ্গে তুমি রঙ মাখো!
আনন্দে যাবে মুহূর্ত রাত-দিন
মনে মনে থাকবে তুমি অমলিন।
এক থাকা শ্রেয় না তারুণ্যে
সুখ খোঁজো তুমি থাকতে লাবণ্যে।
জাঁকালো সৌন্দর্য না অতি সুখময়
শালীন যাপন কর, সময় মধুময়।
এসো রঙিন হই, ভয়ংকর না
তোমার জন্য সবসময় রইলো শুভকামানা।
উত্তরা, ঢাকা।
০৬.১১.২০২৪