উদাসীন
সাইফুল ইসলাম সাঈফ
একলাই উঠলে, আমায় ডাকলে না
অনাদায় হলো, বেড়ে গেলো যাতনা!
আজানের ধ্বণী শুনে, জাগতে চাই
তবুও হারিয়ে ফেলছি শক্তি তাই।
শীতের সকালের নামাজ, প্রশান্তি আনে
শীতল হাওয়া, কুয়াশার মাঝে টানে!
শৈশবে কত ডেকে করেছি সাড়া
আজকালও ডেকে করছি তোমায় আত্মহারা!
সময় নাই ওরে সময় নাই
নিঃস্ব, ধৈর্য হারা, ভয় পাই!
এক অন্যরকম স্বাদ পাই না
বিশ্রী হয়ে গেছে চিন্তা, কামনা!
কত যে গেলো খুশির দিন
আমার মনে ক্ষয়, হতাশা, ঋণ!
কতকাল থেকে হৃদয়ে আনন্দ নেই
ভুলে গেছি, তোমাতেই সুখ যেই!
আশাহত করোনা হে তরুণী-রাণী
উদাসীন ছিলাম সেজন্য রক্ষা-পেরেশানি!
মূল্যায়ন কর অন্যকিছু না ভেবে
আমার কাছে আসল সম্মান পাবে।
সংযত থাকা যদি অপরাধ হয়
তাহলে সমাজ, রাষ্ট্রের হয়েছে ক্ষয়।
এখন পর্যন্ত আমি আছি শ্রেষ্ঠ
হয়নি বলছি কেউ আমার ঘনিষ্ঠ।
উত্তরা, ঢাকা।
২৭.১২.২০২৩
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৩৫