অর্ধচন্দ্র
সাইফুল ইসলাম সাঈফ
উৎসুক হয়ে চেয়ে আছি আসবে-
উঠবে চাঁদ, উঠবো ভোরে তবে।
তুমি পাশে থাকলে হবে যথাযথ
আমিও পালন করব সিয়াম যথার্থ
একা থেকে হয়নি ঠিক এখনো
না জাগতে পারলে, ডাকবে প্রাণো!
শহরের আকাশে অদেখা যায় চাঁদ
বাঁকা চাঁদ দেখার আনন্দ বাদ!
তবুও আসে রমজান, আহালান সাহালান
আত্মশুদ্ধি, সুবুদ্ধি, জাগে, করে আহ্বান।
কতদিনের স্বপ্ন একসাথে রাখবো রোজা
পাপ হচ্ছে প্রতিমুহূর্তে হবে সাজা।
এসো না! পাশে থাকো না!
পূর্ণ হবে জীবন, যাবে যাতনা।
রয়ে গেছি এখনো নিজে অর্ধচন্দ্র
পরিপূর্ণতা পাবে তুমি এলে বিনিদ্র!
উত্তরা, ঢাকা।
২৬.১২.২০২৩
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১৩