বিজয়ের আনন্দ
সাইফুল ইসলাম সাঈফ
বিজয়ের আনন্দ নেই ঘরে ঘরে
দারিদ্রতায় বেঁচে থাকে মরে মরে!
কিছুই পূরণ হয়না নিঃস্ব দেশে
রাজার হালে থাকে মিথ্যে ভালোবেসে!
ওরা নাকি সেবক জনগনের বলে
শাসন করে তাদের প্রকাশ্যে তলেতলে!
কে আছে দিবে সত্য প্রতিশ্রুতি
নেই নেই কি এদেশে সুমতি!?
পূর্বেও বলেছে, ঐক্যও, হয়েছে স্বাধীন
অত্যাচার, জুলুম করে, করেছে পরাধীন!
বলো দেখি কতবার স্বাধীনতা লাগে
বিজয় এলে আবার নিজেরাই লাগে!
বর্তমানে আছে কি সবাই সুখি
এক না মতামতে, অনেকেই দুখি!
মনে হচ্ছে তোমার চিন্তায় নিখুঁত
যেভাবে ধরছো অন্যের ত্রুতি-খুত!
ভুল কিন্তু বিচারকেরও হয় বুঝলে
কত যে মামলা আছে ঝুলে!
সাজা প্রাপ্ত সকলেই কি অপরাধী
যেনা করছে যুবক না করে সাদি!
দ্বন্ধ কেনো এত আমাদের মাঝে
উলঙ্গ সাজ কি এই দেশে সাজে!?
বিশ্বাস যা করি মেনে চলি?
মুখে এক অন্তরে ভিন্ন বলি!
উত্তরা, ঢাকা।
১৫.১২.২০২৩
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৯