রাখুন হুশ
সাইফুল ইসলাম সাঈফ
আপন বেশে কাছে আসা মানুষ
হয়তো খারাপ-ভালো, রাখুন হুশ!
ভালোবেসে মিষ্টি কথাধারী মানুষ গুলো
জান্নাতে দরজায় পৌছে দেওয়ার ফুলো!
সুভাসিত লোক সবসময় নয় মন্দ
দুষ্ট লোক মনে ছড়ায় দ্বন্ধ!
ভালো ব্যক্তি নাবলে কুটু কথা
হয়তো অজান্তে দেয় মনে ব্যথা!
চিনে নিতে হবে খেয়াল করে
অতীত কিন্তু হারালেও মনে পড়ে।
আসুন না হৃদয়ে! জানুন আমায়
দীপ্তি ছড়াবো সমাজে, জগতে দুজনায়!
তাই বলে যে নিজে ভালো
আসলে চাই আলোকিত করতে কালো!
সৎ হতে চাই মানুষ সেরা
সম্ভব নয় চাইলেও আকাশের তারা!
ভুল-ত্রুটি হয়ে যায় অজান্তে
যেতে হবে যেনেও হয়, অনন্তে!
উচ্ছৃঙ্খল উক্তি বললে কী ভালো
সহজে ধরা পড়ে মনের কালো!
সঠিক সত্য আহ্ববান চিনে নিন
সুন্দর চিত্তে বাঁচুন প্রতিদিন-চিরদিন!
জানতে হলে জিজ্ঞাসা করতে হবে
তা-না হলে অজানাই রবে!
উত্তরা, ঢাকা।
১২.১২.২০২৩
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৫৩