শান্তি যথাযথে
সাইফুল ইসলাম সাঈফ
আড্ডায় বেশি উৎসাহ, উপদেশ, পরামর্শ
মেলে, অবৈধ রতিক্রিয়াতে নাকি হর্ষ!
না করে, না ধরে বিমর্ষ
প্র্রতি বছর যাচ্ছে কিন্তু নববর্ষ!
প্রতিটি ধর্মে আছে বিবাহের নিয়ম
তবে কেনো যাচ্ছে সবার শরম!
ছুঁয়ে হয়তো পাই একটু তৃপ্তি
কিন্তু নষ্ট করছে আমার মতি!
ভুলা যায় না কোনোভাবে স্মৃতি
সবাই জানে এটা ঘৃণিত রীতি!
বাংলার যুবতী সাজ ভুলে গেছে
প্রকাশ্যে ওরা আঁটসাঁট, চলাফেরা করছে!
প্রায় প্রত্যেকে শুনি যুবকের উক্তি
এতে ধ্বংস নাই কোনো মুক্তি!
দেখে দেখে উভয় আজ ক্ষতিগ্রস্ত
যৌন ক্রিয়া করছি আমরা উন্মুক্ত!
গোপন কথা, কাজ গোপন রাখো
সব ঘটনা সামনে আসে দেখো!
শেষ, শেষ, হৃদয়ে কেবল কামনা
প্রায় সকলের বেড়ে যাচ্ছে যাতনা!
ফিরে এসো সহজ সরল পথে
নয়তো হারাবে সুখ, শান্তি যথাযথে!
উত্তরা, ঢাকা।
০৯.১২.২০২৩
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৪