যাদব চন্দ্র চক্রবর্তী ১৮৫৫ সালে সিরাজগঞ্জ জেলায় (সাবেক পাবনা) জন্মগ্রহণ করেন। আজকাল আমরা যে পাটিগণিত বইটি অনুশীলন করি সেটি মূলত তাঁরই। ১৮৯০ সালে তিনি প্রথম ইংরেজিতে পাটিগণিত রচনা করেন। পরে এটি বাংলা, উর্দূ, হিন্দী, নেপালী, আসামী, মায়াবী ও বহু ইউরোপীয় ভাষায় ট্রান্সেলেটেড হয়। বইটি ভারতীয় উপমহাদেশে ১০০ বছরের বেশি সময় ধরে অনুশীলন করা হচ্ছে। তিনি ১৯১২ সালে একটি বীজগণিত বই প্রকাশ করলে সেটিও ব্যাপক জনপ্রিয়তা পায়। ব্রিটিশরা এই যাদবকে গণিত সম্রাট উপাধি দিয়েছিলেন।
আজকাল যাদবের নিয়মনীতি বেশ পুরনো হয়ে গেছে! নতুনত্ব চাই! তাই আইকিউ না ছাই কিউ এর নামে কিছু নতুন নতুন গণিত আবিষ্কৃত হচ্ছে।
উদাহরণ: ১০+৫=২০ হলে, ১৫+১০=?
আসুন বাস্তব জীবনে এই গণিতটা প্রয়োগ করি। হিসেবটা টাকায় নিয়ে যাই। ১০ টাকা+৫ টাকা=২০ টাকা। কেউ দিবেন আমায়? এখন যেন আবার ২০ টাকার পরিবর্তে ১৫ টাকা দেয়া না হয়।
যারা এইসব সূত্রের আবিষ্কারক তারাও কিন্তু টাকার হিসেবে ঠিক। টাকার হিসেব পাগলেও বোঝে!