ইসলামের দৃষ্টিতে বিবাহ শুধুমাত্র যৌন চাহিদা মেটানোর একটি ব্যবস্থা নয়। বরং এর পশ্চাতে চরিত্র রক্ষা, সুসন্তান লাভ প্রভৃতি মহৎ উদ্দেশ্য সমূহও রয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে বিবাহের প্রতি উৎসাহিত করেছেন। এক হাদীসে বর্ণিত হয়েছে- হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে। কেননা বিবাহ চক্ষুকে আনত রাখে এবং লজ্জাস্থানকে রক্ষা করে। আর যে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে। রোজা হলো তার জন্য খোঁজা স্বরূপ। (বুখারী ও মুসলিম)
রোজা হলো খোঁজা স্বরূপ, এই কথা বলে বুঝানো হয়েছে যে, রোজা দ্বারা প্রবৃত্তি দমন থাকে।
বিবাহের ফজিলত বয়ান করে অন্য এক হাদীসে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যখন বান্দা বিবাহ করল, তার অর্ধেক ঈমান পূর্ণ করল। এখন সে বাকি অর্ধেক সম্পর্কে আল্লাহকে ভয় করবে। (শুয়াবুল ঈমান)
বি. দ্র. আগামীকাল ২৬শে অক্টোবর রোজ শুক্রবার বাদ জুমা আমার শুভ বিবাহ। সবার কাছে দোয়ার দরখাস্ত।