ঈমানের সত্তরের কিছু বেশি শাখা রয়েছে। তার মধ্যে থেকে হাদীসের আলোকে কয়েকটি শাখার আলোচনা করা হল -
(১) হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঈমানের সত্তরের কিছু বেশি শাখা রয়েছে। তার মধ্যে সর্বোত্তম হল “লা ইলাহা ইল্লাল্লাহু” বলা এবং সবচেয়ে ছোট হল, রাস্তা
থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর লজ্জা ঈমানের একটি অঙ্গ। (মুত্তাফাকুন আলাইহি)
(২) হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ প্রকৃত মু’মিন হবে না, যতক্ষন না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে, যা নিজের জন্য পছন্দ করে। (বুখারী)
(৩) হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামম ইরশাদ করেন, সেই পবিত্র সত্তার কসম, যার হাতে আমার প্রাণ, তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই। (বুখারী)
(৪) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর এবং কিয়ামতের দিনের উপর ঈমান রাখে, সে যেন পাড়া-প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করে এবং তাদেরকে কষ্ট না দেয়। (মুত্তাফাকুন আলাইহি)
(৫) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যার মধ্যে আমানতদারী নাই তার ঈমান নেই। আর যার কথা ও কাজের মধ্যে মিল নেই তার দ্বীন (ধর্ম) নেই।
(৬) রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন - ঐ মুমিন কামেল মুমিন যার চরিত্র উত্তম। (আবু দাউদ)
ঈমানের আরো যে সমস্ত শাখা রয়েছে, পরবর্তী পোস্টে সেগুলো উল্লেখ করার চেষ্ট করব, ইনশাআল্লাহ।