৯০% মুসলমান নিয়ে আমাদের বাংলাদেশ। তার পরও, কিছু কিছু মানুষ, এখনও এদেশে 'ইসলাম' প্রতিষ্ঠা করতে চায়। তা সে মানুষ মেরেই হোক, জোড় পুর্বক খৎনা করিয়েই হোক, আর ভয় দেখিয়েই হোক। সেই অতি মুসলমানদের একজন 'ফজলুল হক আমিনী'। তিনি একাধারে একটি রাজনৈতিক দলের প্রধান, আবার একটি মাদ্রাসা শিক্ষা বোর্ডেরও প্রধান। এমন শিক্ষাবিদ 'কাম' রাজনীতিক কিন্তু বাংলাদেশের ইতিহাসেই বিরল! রাজনৈতিক দলের প্রধান যে কেউই হতে পারে। কিন্তু একটি শিক্ষাবোর্ডের প্রধান হওয়া কিন্তু মুখের কথা নয়, তাও আমার ইসলামী শিক্ষা!
আমিনীই কি একমাত্র লোক যে বাংলাদেশে ইসলামি শিক্ষা দিয়ে বেড়াচ্ছে? উত্তর হলো, না। ধর্মভীরু বাংলাদেশীদের একটি বড় অংশ মাদ্রাসায় পড়তে চায়। তাদের জন্য বাংলাদেশের প্রতিটি শিক্ষা বোর্ডের অধীনে ইসলামী শিক্ষার সুযোগ আছে। শুধু তাই নয়, মাদ্রাসা শিক্ষার জন্য একটি পৃথক আলিয়া মাদ্রাসা বোর্ডও আছে (http://www.bmeb.gov.bd/)। এই শিক্ষা বোর্ড প্রতিটি শেণীর জন্য মান সম্মত সিলেবাস করে দেয়, যেখানে ছাত্র-ছাত্রীরা বাংলা, ইংরাজী, ইতিহাস, বিজ্ঞান, বিভিন্ন বিষয় পড়ে।
এই বোর্ড প্রতিটি পাবলিক পরীক্ষার সমমানের পরীক্ষার আয়োজন করে। প্রতি বছর কয়েক লক্ষ ছাত্র-ছাত্রী এই পরীক্ষাগুলোয় অংশ নেয়।
তাহলে আমিনীর শিক্ষা বোর্ড? দঃখজনক হলেও সত্যি যে, মাদ্রাসা শিক্ষার নামে, এই আমিনীরা নিজেদের মনগড়া 'এসলামী' শিক্ষা গরীব ছাত্রছাত্রীদের গেলাচ্ছে। এই আমিনীরা বাংলা, ইতিহাস, বিজ্ঞান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানাতে চায় না। আমিনীরা চায় এই হতভাগারা হবে একদল মানব-রোবট, যারা 'চাহিবা মাত্র' লাঠি হাতে, বুকে বোমা বেঁধে ঝাপিয়ে পরবে 'শত্রু'র উপর। আর কে শত্রু তা কিন্তু কোরআন বলবে না, বলবে আমাদের আমিনী ছাহেব। শুধুমাত্র এই মানব-রোবটের একটি দলকে পুঁজি করে সে একটি রাজনৈতিক দলও খুলেফেলেছে!
আমরা যদি, এই আমিনীদের রুখতে চাই, তাহলে প্রথমে তাদের জানতে হবে, কে এই আমিনী, তার পরিচয়, তার শিক্ষা, ইত্যাদি। ইন্টারনেটে খুঁজে কোন তথ্য পেলাম না। আপনাদের জানা থাকলে শেয়ার করুন।
মন্তব্য থেকে পাওয় কিছু লিংক:
১. http://www.sabujbanglablog.net/6087.html