ওরা কারা যারা,জয়ের নিশান
উরায় দেখায় স্বপ্ন,
ওরা কারা যারা মাটির বুকে,
ফলায় সবুজ স্বর্ণ।
ওরা কারা? ওরা কারা?
ওরা তারা, যারা তোমার আমার অট্টালিকার
ভিত্তি করেছে দান।
ওরা তারা যারা,তোমায়,আমায় সাহেব বানিয়ে
দিয়েছে উঁচু স্থান।
ওরা স্বর্ন,ওরা রত্ন,ওরা বাংলা মায়ের যত্ন
ওরা দামি,চিরনামি,ওরা শিল্পী মনের কর্ম।
ওরা আপন হস্তে বানায় দিয়াছে চির বাংলার ভিত
ওরাই উড়ায় জয়ের নিশান,
গায় বিজয়ের গীত।
ওরা কারা? ওরা কারা?
ওরা তারা, যারা তোমার অঙ্গ ঢাকে,দিব্যালোকে
ওরা তারা, যারা কাঁদতে জানেনা আপন শোকে।
ওরা তারা, যারা পর কে করে আপন,
আর আপনারে করে পর।
ওরা তারা,যারা নিজেরা ঘুমায় শ্মশান ঘাটে,
তোমারে লাগি বাধে ঘর।
ওরা তারা, ওরা তারা,ওরা শ্রমিক,ওরা যাযাবর।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:২৭