আমরা প্রতিদিন খেলছি। জীবনের সাথে, আপনজনদের সাথে, ভালবাসার সাথে অথবা বিপদের সাথে। খেলার নেশায় যখন মগ্ন তখন ভুলে যায় খেলার ফলাফল কি হতে পারে। মনে করুন আপনি বিপদ নিয়ে খেলছেন। আপনার মাথায় একটিই চিন্তা ওকে কেমনে বাটে ফেলা যায়। কেমনে তাকে ধরাশায়ি করা যায়। কেমনে শত্রুকে পরাজিত করে নিজে জয়ী হওয়া যায়। অনেক ফন্দি অনেক প্রমান অনেক মিথ্যা দিয়ে পান্ডুলিপি প্রস্তুত করেন। যাতে ঐ শত্রুর হাইপারটেনশনে সব শেষ হতে থাকে। কিন্তু ভেবে দেখেছেন কি- তাতে আপনার কি ক্ষতি হতে পারে? কাওকে দৌড়াতে হলে নিজেও দৌড়াতে হয়। আসুন যুদ্ধে নামি। ভাববেন না আপনি যুদ্ধ শুরু করলে প্রতিপক্ষ নিশ্চুপ বসে থাকবে। সেই সময় আর নাই। আপনি নিজেও বুঝতে পারছেন না যে পচা কাদা চটকালে নিজের শরীরে নিজের নাকে সবার আগে গন্ধটা লাগবে। তারপর কাদা ছুড়বেন তারপর অন্যের নাকে লাগবে। আপনার যত রকম প্রমাণ যত রকম অস্ত্র যত রকম কারসাজি সাজাবেন দেখবেন আপনিই ফাসবেন। ফাসতে থাকুন। আসুন লড়তে শুরু করি। আর হ্যা ….যার যেখানে রুজি আছে সেখানেই তার কর্ম নির্ধারিত হবে। যেখানে মরণ লেখা থাকবে সেখানেই যমদূত টেনে নিয়ে যাবে। পুরুষের তেমন কোন ক্ষতি হয় না। তবে মেয়েদের কতটুকু হয় তাও বলবো না। তবে হ্যা ….ঠান্ডা মাথায় রাতে ঘুমানোর আগে একটু ভাবুন। কি করবেন, কি করা উচিৎ? কারো জন্য ফাঁদ পাতলে ঐ ফাঁদে আপনাকেও পড়তে হবে। আজ বা কাল।শত্রুতা করলে বাড়তে থাকে। ক্ষমা করলে পরকালে প্রতিদান মেলে। প্রতিপক্ষ যখন সঠিক আইন তখণ তার পক্ষে যাবে। সাময়িক হেনস্তা করতে পারবেন স্থায়ী পরাজয় আপনার হতেও পারে। আপনি আমার চাকরীচ্যুত করলেন, মনে রাখবেন আপনিও ধরণীচ্যুত হবেন। মিথ্যা বলে, সাইবার ক্রাইম করে আমার ক্ষতি করতে পারবেন কিন্তু পরকালে যেটা সত্য সেটাই প্রকাশিত হবে। আরটিভির কর্মচারীর নামে যে যা করেছেন ধন্যবাদ আপনাকে। শিক্ষা হলো। হেদায়েত পেলাম। সাবধান হলাম। আমার জীবনের মোড় ঘুরে দাড়ালো আপনার কারনে। সাইবার ক্রাইমে আপনি গিলটি। অপেক্ষা করেন। হুমকি, ভয়, মিথ্যা চাওয়া সব ঘুচে যাবে অচিরেই। অপেক্ষা করেন। শত্রু শত্রু খেলায় না মেতে নিজেকে সুধরে নেন। কার কি দোষ ছিল ভেবে দেখেন। সত্য মিথ্যা চিন্তা করেন। কতবড় ক্রাইম করেছেন ভাবুন। প্রতারণা, ধোকাবাজি করে কত হাতিয়ে নিয়েছেন হিসাব কসুন। সব শেষে বলি পাঠক/ পাঠিকারা ভুলের উদ্ধে কেউ না। আপনিও না আমিও না। ভূল হতেই পারে। ক্ষমা করতে শিখুন। সত্য বলুন। দম বন্ধ হবে। একবার নয় দুইবার নিজেই হসপিটালে নিয়ে গেছি আর আজ আমি আপনার শত্রু। আমাকে খারাপ বানিয়েছেন, চরিত্রহীন বানিয়েন, আমার অর্থনৈতিক ক্ষতি করেছেন। তারপরও আমি আপনার জন্য দোয়া করি ভাল থাকুন। আপনাকে শত্রু ভাবি না। মা ভাবি, আপন ভাবি। আর আপনার মেয়ে ও জামাইকে কিছুই ভাবি না। পার্সোনাল অতীত কালো অধ্যায় মুছে দিয়েছি। যদি আবারো পুরাতন কয়লার আগুনে বাতাস দেন তো পুড়ে ছাই হয়ে যাবে চারিপাশ। যুগ যুগ চলবে। সন্তান থেকে সন্তান, বংশ থেকে বংশ। আমি ভালোর ভালো, মন্দের ধংস্ব।
আমার নামে ফেক আইডি, ইউটিউব চ্যানেল খুলে অনেক হেনস্তা করছে। অনেক বড় ক্ষতি করছে। আইনী প্রক্রিয়ায় খেলা শুরু করেছি। যত নড়বেন তত নড়বো। আসুন খেলি খেলারাম আমরা।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০