চিরকুট : ১৮
তারিখ:৫ শ্রাবণ ১৪২৬ বাংলা
প্রিয় অচেনা অর্ধাঙ্গীনি বাম পাঁজরের হাড়।
পত্রের শুরুতেই জানাই আষাঢ়ের শেষ বিকেলে বিবর্ণ কাননে ফুটে থাকা কতিপয় বারো মিশালী সৌরভ্য শুভেচ্ছা। কেমন আছো জানার অনেক আগ্রহ! জানি জবাব নিয়ে আসবেনা তোমার বিলুপ্ত ডাকপিয়ন। অামি কেমন আছি তা জানতে চেয়ে আর লজ্জা নিও না। আজ কয়েকদিন যাবৎ ধরে অনেক সর্দি,কাশি,রাতের বেলা চোরা জ্বরের আক্রমণ, সবমিলিয়ে কেমন আছি তা কি আর বলার অপেক্ষা রাখে। অসুস্হতাও একটি নিয়ামত তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই অসুস্হতার সন্ধিকালে আমার বাম পাঁজড়ের হাড় তোমাকে অনেক স্বরণ করছে। তুমি পাশে থাকলে হয়তো আমার অসুস্হ শরীর নিয়ে রান্না ঘরে যেতে হতো না। আমার সুস্হতা কামনা করে প্রার্থনার জায়নামাযে একটু চোখের পানি ঝরাবে বিধির কাছে? প্রিয় দর্পিণী।
দেশে নাকি এখন ১০০ টাকা লোড দিলে ২৭ টাকা ভ্যাট দিতে হবে,কি দরকার লোকসানের পাল্লা ভারি করার। তোমাকে একটি পদ্ধতি শিখিয়ে দেই,কাল কলেজের সামনের কোন দোকান থেকে ১২ টাকার এক দিস্তা কাগজ কিনে নিবে,পোস্ট অফিস থেকে ৩০ টাকায় ১০ টি সরকারী মহর লাগানো হলুদ খাম জোগাড় করবে। রোজ চিঠি লিখবা। কথা হবে চিরকুটে। চলো কিছু দিনের জন্য তথ্য প্রযুক্তিকে ভুলে যাই।মুঠোফোনের বিভীষিকাময় জাল কেটে কল্পলোকের ভাবনা নিয়ে তোমার ডাকপিয়নের অপেক্ষায় থাকিব। কারণ আমি কল্পনা করতেই ভালবাসি। আমি যে স্বপ্ন বিলাসী। জানোই তো আমার ভাবনা কেমন?বাই সাইকেল করে ডাকপিয়ন আসবে,ক্রিং ক্রিং বেল দিয়ে হাক ডাক দিয়ে বলবে হোসাইন ভাই আপনার জন্য চিরকুট আছে! আমি একছুটে তোমার চিরকুটের খামের সেই নব খুশবুতে বিমোহিত হবো।
বহুল প্রতিক্ষত চিঠি আমার,হলুদ খামে সরকারী মহরের পাশে তুমি-আমি প্রাপক প্রেরকের নাম।।ভিতরের কাগজের বুকে লাল, নীল,কালো রঙের তুলিতে রাঙানো প্রতিটি বাক্যর লাইন। সুপ্ত -সুর থেকে তোমার তস্কর করা অনুরাগের ছন্দ। কিন্তু কিসের যেন পিছুটান রয়ে গেছে তোমার,সে কারণেই স্বপ্নেরা আমার স্বপ্নতেই হারায়,আসে না,হয় না পূরণ। ঘড়ির কাটা টিক টিক করে বয়ে চলা সময়ও ফেরেনা পিছনে। যদি কোনদিন আমার স্বপ্নের বিলুপ্ত ডাকপিয়ন সত্যিই যদি আসে তোমার চিরকুট নিয়ে?
পরিশেষে বলব তোমার আগমন আমি অতি দ্রুত চাই আমার হৃদয়ের বিচরনশীল সমতল সবুজ বেলা ভূমিতে। একা আর রান্না করতে চাই না,রুম গুছানো,চাকরী,কাপড় ধোয়া ইত্যাদি মিলিয়ে বুঝইতো কত কষ্টে আছি এই আমি।
তার মাঝে অসুস্হতা নতুন মাত্রা যোগ করেছে। আজ আর দীর্ঘ করবোনা আলোচনা।
আজ চিরকুট বা চিঠি এখানেই ইতি চায়।
ভালো থাকো ভালবাসার মানবী।
ইতি
তোমার রূপের মাতাল প্রেমিক।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০১৯ বিকাল ৩:১০